#নয়াদিল্লি: প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে বাড়িতে না-পেয়ে বাড়ির দেওয়ালে লুক-আউট নোটিশ ঝুলিয়ে দিল সিবিআই ও ইডি৷ সেই নোটিশে বলা হয়েছে, দু ঘণ্টার মধ্যে চিদম্বরমকে হাজির হতে হবে৷
আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করতেই, মঙ্গলবার সন্ধ্যায় হঠাত্ চিদাম্বরমের বাড়িতে পৌঁছে যায় সিবিআই-এর ৬ সদস্যের দল৷ যদিও চিদম্বরম বাড়িতে ফিরে যায় সিবিআই-এর দল৷
The team of Central Bureau of Investigation (CBI) officers has left from the residence of P Chiadambaram. https://t.co/SnKbDKhElP
— ANI (@ANI) August 20, 2019
INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট৷ এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি৷ শীর্ষ আদালতও আগাম জামিন নিয়ে তড়িঘড়ি শুনানির আর্জি খারিজ করে দেয়৷ এরপরই চিদম্বরমের বাড়ি পৌঁছে যায় সিবিআই-এর বিশেষ দল৷
INX মিডিয়া মামলার তদন্ত করছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এমনকী গ্রেফতারিতে এড়াতে চিদাম্বরমের বিশেষ রক্ষাকবচও তুলে নিয়েছে হাইকোর্ট৷ যার নির্যাস, চিদম্বরমের মাথায় ঝুলছে গ্রেফতারির খাঁড়া৷
INX মিডিয়া মামলায় চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন, INX মিডিয়া কর্তৃপক্ষ বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০৫ কোটি টাকা পেয়েছিল। অনুমতি দিয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের কাছ থেকে। ওই পরিমাণ অর্থ আইএনএক্স মিডিয়াকে পাইয়ে দিতে কী ভূমিকা ছিল পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদম্বরমের, তা-ও খতিয়ে দেখছে তদন্তকারীরা। ওই সময় চিদম্বরমের সঙ্গে বৈঠকও হয়েছিল ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও পিটার মুখোপাধ্যায়ের।
এই মামলায় ২০১৭ সালের ১৫ মে এফআইআর করে সিবিআই৷ টাকা পাওয়ার ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের অনুমতি কী ভাবে মিলেছিল, তার তদন্ত করছে সিবিআই৷ আর্থিক তছরুপের তদন্ত করছে ইডি৷ ২০০৭ সালে INX মিডিয়া তৈরির সময় দুই অন্যতম কর্ণধার ছিলেন পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়৷ কার্তি চিদম্বরমের সঙ্গে মিলে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলছে দু জনের বিরুদ্ধেই৷ এছাড়া মেয়ে সিনা বোরাকে খুনেও মূল অভিযুক্ত ইন্দ্রাণী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, INX Media Case, P Chidambaram