• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • অবৈধ বালিখাদান মামলায় সিনিয়র IAS অফিসারের বাড়িতে CBI অভিযান

অবৈধ বালিখাদান মামলায় সিনিয়র IAS অফিসারের বাড়িতে CBI অভিযান

Image for representation.

Image for representation.

 • Share this:

  #নয়াদিল্লি: অবৈধভাবে চলছে বালিখাদান ৷ দিল্লি এবং উত্তরপ্রদেশে রমরমিয়ে চলছে অবৈধ বালিখাদান ৷ ক্রমাগত এমন অভিযোগ পেতেই নড়চড়ে বসেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ৷

  ঘটনার তদন্তে নেমে সিবিআই-এর হাতে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ৷ সেই তথ্যের উপর ভিত্তি করে উত্তরপ্রদেশ এবং দিল্লির ১২টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই-এর উচ্চপদস্থ আধিকারিকেরা ৷

  আরও পড়ুন: ১৯-র নির্বাচনে উত্তরপ্রদেশে সপা-বিএসপি লড়বে ৩৭-৩৭ আসনে, কংগ্রেসের দখলে মাত্র ২

  প্রসঙ্গত, এই মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে আইএস-এর উচ্চপদস্থ অফিসার বি চন্দ্রকলার বাড়িতেও অভিযান চালাবেন সিবিআই আধিকারিকেরা ৷ দেশে দুর্নীতির বিরুদ্ধে সবসময়ই গলা চড়াতে দেখা গিয়ছে চন্দ্রকলাকে ৷ সেখানে অবৈধ বালিখাদান মামলায় সিনিয়র IAS অফিসার চন্দ্রকলাকেও জেরা করার বিষয়টি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷

  জালাউন, হামিরপুর, লখনউ-সহ আরও বেশ কিছু জেলায় তল্লাশি চালাবে সিবিআই ৷

  First published: