Narada Scam: নারদের বিতর্কিত ভিডিও কার নির্দেশে? ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Bangla Editor | News18 Bangla
Updated:Aug 28, 2019 09:36 PM IST
Narada Scam: নারদের বিতর্কিত ভিডিও কার নির্দেশে? ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
File Photo
Bangla Editor | News18 Bangla
Updated:Aug 28, 2019 09:36 PM IST

#নয়াদিল্লি: কার নির্দেশে তৈরি নারদ স্টিং অপারেশন শুরু হয়েছিল ৷ কে তৈরি করেছিলেন ওই ভিডিও? নারদ স্টিং অপারেশনের উৎস সন্ধানে নেমেছে সিবিআই ৷ নারদ স্টিং নিয়ে ধোঁয়াশাগুলি কাটাতে কে ডি সিং ও ম্যাথু স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ প্রায় আড়াই ঘন্টা ধরে চলে জেরা পর্ব ৷

নারদ তদন্তে প্রাক্তন সিইও ম্যাথু স্যামুয়েলের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন। সিবিআইকে দেওয়া ম্যাথুর তথ্য অনুযায়ী, তহেলকা ইন্ডিয়ার টাকায় স্টিং অপারেশন করা হয়। কিন্তু তহেলকার দাবি, ম্যাথুকে কোনও টাকাই দেওয়া হয়নি। এখানেই প্রশ্ন, তাহলে এই স্টিং অপারেশন কার টাকায় হয়? কেনই বা স্টিংয়ের পরিকল্পনা করা হয়? তথ্যের এই ফাঁক পূরণ করতেই তহেলকার তৎকালীন ডিরেক্টর তথা সাংসদ কেডি সিং ও ম্যাথু স্যামুয়েলকে মুখোমুখি বসানো হয় ৷

ম্যাথু এর আগে দাবি করেন, তহেলকা ইন্ডিয়া স্টিং অপারেশনের জন্য ৮৫ লক্ষ টাকা দেয়। তহেলকা ইন্ডিয়ার দাবি, ম্যাথু স্যামুয়েলকে কোনও টাকাই দেওয়া হয়নি। যদিও ম্যাথুর পাল্টা দাবি, তহেলকার এই দাবি মিথ্যে ৷ ২০১৪ সালে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে অ্যালকেমিস্টের অফিসে টাকা দেওয়া হয় ৷ তহেলকার দুই কর্মী রাগা ও মণিকা সিং টাকা দেন ৷ দিল্লির অফিসের নির্দেশেই এই টাকা দেওয়া হয় ৷ তহেলকা ইন্ডিয়ার তৎকালীন ডিরেক্টর তথা সাংসদ কেডি সিং নির্দেশ দেন বলে দাবি ৷

First published: 08:08:07 PM Aug 28, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर