#নয়াদিল্লি: ফের ব্যাঙ্ক প্রতারণার হদিশ। ৫১৫ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আরপি ইনফোসিস্টেমের বিরুদ্ধে ৷ আরপি ইনফোসিস্টেম ও তার ডিরেক্টরের বিরুদ্ধে মামলা রুজু করল সিবিআই ৷ কানাড়া ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টল ব্যাঙ্ক কমার্স ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কনসার্টিয়মের জাল নথি ও তথ্য থেকেই জালিয়াতি সামনে এসেছে ৷
গত কয়েকদিনে একের পর এক ব্যাঙ্ক জালিয়াতির হদিশ সামনে এসেছে ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদার , ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স। ভুয়ো লেটার অব ক্রেডিটের মাধ্যমেই জালিয়াতি ৷
পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে সিবিআই। তড়িঘড়ি মামলা রুজু করে শুরু হয় তদন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Fraud, CBI, RP Infosystem