Home /News /national /
৫১৫ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, অভিযুক্ত আরপি ইনফোসিস্টেম

৫১৫ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, অভিযুক্ত আরপি ইনফোসিস্টেম

ফের ব্যাঙ্ক প্রতারণার হদিশ। ৫১৫ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আরপি ইনফোসিস্টেমের বিরুদ্ধে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ফের ব্যাঙ্ক প্রতারণার হদিশ। ৫১৫ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আরপি ইনফোসিস্টেমের বিরুদ্ধে ৷ আরপি ইনফোসিস্টেম ও তার ডিরেক্টরের বিরুদ্ধে মামলা রুজু করল সিবিআই ৷ কানাড়া ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টল ব্যাঙ্ক কমার্স ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কনসার্টিয়মের জাল নথি ও তথ্য থেকেই জালিয়াতি সামনে এসেছে ৷

  গত কয়েকদিনে একের পর এক ব্যাঙ্ক জালিয়াতির হদিশ সামনে এসেছে ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদার , ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স। ভুয়ো লেটার অব ক্রেডিটের মাধ্যমেই জালিয়াতি ৷

  পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে সিবিআই। তড়িঘড়ি মামলা রুজু করে শুরু হয় তদন্ত।

  28510972_10213101600069450_12210037_n

  First published:

  Tags: Bank Fraud, CBI, RP Infosystem

  পরবর্তী খবর