#শ্রীনগর: সন্ত্রাসবাদীদের সাহায্য করার অভিযোগে হাতেনাতে গ্রেফতার জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি দাবিনদর সিং ৷ দক্ষিণ কাশ্মীরে একটি গাড়িতে তাকে দুই কুখ্যাত জঙ্গির সঙ্গে হাতেনাতে ধরা হয়েছে। এক হিজবুল ও লস্কর জঙ্গিকে সঙ্গে নিয়ে কাশ্মীরের আইপিএস অফিসার তথা ডিএসপি পদাধিকারী দাবিনদর সিং গতকাল, রবিবার ধরা পড়েন। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিনদরকে ‘জঙ্গি’ হিসেবেই এখন দেখা হচ্ছে ৷
জম্মু ও কাশ্মীরের হাইওয়েতে জঙ্গিদের সঙ্গে একটি গাড়ি থেকেই রবিবার পুলিশ কর্তা দাবিনদর সিং-কে উদ্ধার করে পুলিশ। নাভিদ ও আলতাফ নামের দুই জঙ্গির সঙ্গে তিনি যাচ্ছিলেন কোনও জঙ্গি প্রশিক্ষণ শিবিরের দিকে ৷ এমন খবর পুলিশের কাছে আগেই ছিল ৷ ডিএসপি-র বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার হয়েছে ৷ একাধিক গ্রেনেডের পাশাপাশি একটি একে ৪৭ বন্দুকও উদ্ধার হয়েছে দাবিনদরের বাড়ি থেকে ৷ দাবিনদরকে জেরা করছেন গোয়েন্দারা ৷ জঙ্গিদের সঙ্গে একই গাড়িতে বসে থাকা ডিএসপি দাবিনদরকে কাশ্মীরের পুলিশ প্রশাসন এখন 'জঙ্গি' হিসাবেই দেখছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DSP Davinder Singh