হোম /খবর /দেশ /
সন্ত্রাসবাদীদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার কাশ্মীর পুলিশের DSP !

জঙ্গিদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার কাশ্মীর পুলিশের DSP ! তাকে ‘জঙ্গি’ তকমাই দেওয়া হচ্ছে

Representational Image

Representational Image

  • Last Updated :
  • Share this:

#শ্রীনগর: সন্ত্রাসবাদীদের সাহায্য করার অভিযোগে হাতেনাতে গ্রেফতার জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি দাবিনদর সিং ৷ দক্ষিণ কাশ্মীরে একটি গাড়িতে তাকে দুই কুখ্যাত জঙ্গির সঙ্গে হাতেনাতে ধরা হয়েছে। এক হিজবুল ও লস্কর জঙ্গিকে সঙ্গে নিয়ে কাশ্মীরের আইপিএস অফিসার তথা ডিএসপি পদাধিকারী দাবিনদর সিং গতকাল, রবিবার ধরা পড়েন। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিনদরকে ‘জঙ্গি’ হিসেবেই এখন দেখা হচ্ছে ৷

জম্মু ও কাশ্মীরের হাইওয়েতে জঙ্গিদের সঙ্গে একটি গাড়ি থেকেই রবিবার পুলিশ কর্তা দাবিনদর সিং-কে উদ্ধার করে পুলিশ। নাভিদ ও আলতাফ নামের দুই জঙ্গির সঙ্গে তিনি যাচ্ছিলেন কোনও জঙ্গি প্রশিক্ষণ শিবিরের দিকে ৷ এমন খবর পুলিশের কাছে আগেই ছিল ৷ ডিএসপি-র বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার হয়েছে ৷ একাধিক গ্রেনেডের পাশাপাশি একটি একে ৪৭ বন্দুকও উদ্ধার হয়েছে দাবিনদরের বাড়ি থেকে ৷ দাবিনদরকে জেরা করছেন গোয়েন্দারা ৷ জঙ্গিদের সঙ্গে একই গাড়িতে বসে থাকা ডিএসপি দাবিনদরকে কাশ্মীরের পুলিশ প্রশাসন এখন 'জঙ্গি' হিসাবেই দেখছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: DSP Davinder Singh