#চিন: তার নামটি যে রকম অভিনব, শরীরটি কিন্তু আদপেই সে রকম নয়! একরত্তি এই বিড়ালের (Cat) নাম রাখা হয়েছে লান মাও (Lan Mao), যার অর্থ হল নীল রঙের বিড়াল। কিন্তু এর সারা শরীর সাদা, আর পাঁচটা বিড়ালের মতোই! অসাধারণত্ব যা কিছু, তা রয়েছে স্রেফ এর স্বভাবে। যত খারাপ আবহাওয়াই হোক না কেন, চিনের দমকল দফতরের প্রতিরক্ষায় সদা তৎপর লান মাও। চৈনিক এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লান মাও দক্ষিণ-পশ্চিম চিনের (China) গিঝৌউ প্রদেশের গিয়াং শহরের এক দমকল দফতর পাহারা দেয়। দমকলকর্মীদের সবার সঙ্গেই তার বেশ ভাল সখ্য তৈরি হয়ে গিয়েছে। ফলে, দমকল দফতর পাহারা দেওয়ার কাজে যে দিন যিনিই বহাল থাকুন না কেন, তার সঙ্গে সঙ্গে পায়চারি করে বেড়ায় লান মাও।
খবর বলছে, এই রাস্তার বিড়ালটিকে আচমকাই একদিন আবিষ্কার করেন ওই দমকল দফতরের কর্মীরা। প্রথম যখন তাকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, তখন সে ছিল নেহাতই অপুষ্টিতে ভোগা এক জীর্ণ এবং ভিতু বিড়ালছানা! তবে দমকলকর্মীদের সাহচর্যে এবং পরিচর্যায় ধীরে ধীরে তার অপুষ্ট ভাব কেটে গিয়েছে। তার চেহারায় লেগেছে গত্তি, ত্বকে এসেছে জেল্লা। প্রতি দিনের নিয়মমাফিক যত্নে এখন লান মাও-র চেহারা নজরকাড়া!