#কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকের পরও অব্যাহত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্যা ৷ বুধবার উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর ডাকা বৈঠকে যোগ দিলেন না পদত্যাগী অধ্যাপকেরা ৷ উল্টে আরও অধ্যাপকেরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর ৷ ফলে অব্যাহত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা ৷
পার্থ চট্টোপাধ্যায়ের ডাকে সাড়া না দিয়ে এদিন উপাচার্যের ডাকা বৈঠকে যোগ দিলেন না পদত্যাগী চার বিভাগীয় প্রধান ৷ উল্টে অধ্যাপিকার প্রতি জাতিবিদ্বেষ মূলক আচরণের প্রতিবাদে আরও দুই বিভাগীয় প্রধান ও সাতজন স্টাডি সেন্টারের অধিকর্তা ইস্তফা পত্র জমা দিয়েছেন ৷
২৩ মে ভূগোল বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক সরস্বতী কেরকেটাকে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। সেই থেকে বিতর্কের সূত্রপাত। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল ছাত্র পরিষদের দিকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তাদেরই হাতে। উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গড়া হয়। কিন্তু, এখনও সে রিপোর্ট আসেনি। এর প্রতিবাদে সরব হন চার বিভাগের প্রধান। অভিযোগ তোলেন, তাঁদের উদ্দেশেও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। এই অভিযোগে ইস্তফাও দেন। এখনও পর্যন্ত এই ঘটনায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মোট ৬ জন অধ্যাপক ও ১০ জন স্টাডি সেন্টারের অধিকর্তা ইস্তফা দিয়েছেন ৷
এদিন বৈঠকে অভিযুক্ত ছাত্র সংগঠনের সদস্যরা অধ্যাপকদের কাছে ক্ষমা চান বলে দাবি ৷ যদিও অপমানিত অধ্যাপিকা জানিয়েছেন, বাইরে হুমকি দিয়ে ভিতরে সকলের সামনে ক্ষমা চাওয়ার মধ্যে তিনি কোনও সত্যতা খুঁজে পাচ্ছেন না ফলে অব্যাহত রবীন্দ্রভারতী জট ৷ আচমকাই জাতপাত নিয়ে হেনস্থার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ঘিরে অশান্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cast Controversy, Professors Resignation, Rabindra Bharati University, RBU contro, RBU Professors Resignation, RBU Row