• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত ২

মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত ২

গতকাল, রবিবার, মহারাষ্ট্রের থানেতে ঘটেছে এই দুর্ঘটনা। বাইকের সঙ্গে যে গাড়িটির ধাক্কা লাগে, সেটি মুরবাদ এলাকার বিজেপি বিধায়ক কিসান কাঠোরের।

গতকাল, রবিবার, মহারাষ্ট্রের থানেতে ঘটেছে এই দুর্ঘটনা। বাইকের সঙ্গে যে গাড়িটির ধাক্কা লাগে, সেটি মুরবাদ এলাকার বিজেপি বিধায়ক কিসান কাঠোরের।

গতকাল, রবিবার, মহারাষ্ট্রের থানেতে ঘটেছে এই দুর্ঘটনা। বাইকের সঙ্গে যে গাড়িটির ধাক্কা লাগে, সেটি মুরবাদ এলাকার বিজেপি বিধায়ক কিসান কাঠোরের।

 • Share this:

  #থানেঃ মহারাষ্ট্রে এক বিজেপি বিধায়কের গাড়ি অন্য একটি বাইককে ধাক্কা দেওয়ায় মৃত্যু হয়েছে দুজনের। গতকাল, রবিবার, মহারাষ্ট্রের থানেতে ঘটেছে এই দুর্ঘটনা। বাইকের সঙ্গে যে গাড়িটির ধাক্কা লাগে, সেটি মুরবাদ এলাকার বিজেপি এমএলএ কিসান কাঠোরে’র।

  গতকাল, রবিবার, রাত আটটা নাগাদ ঘটে এই ঘটনা। গাড়িটি সে সময় ছিল বাহুলি গ্রামে। রায়াতে-অম্বরনাথ রোডের উপর দিয়ে চলছিল গাড়ি। হঠাৎই বাইকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই মারা গিয়েছেন বাইক চালক ওই ব্যক্তি। জানা গিয়েছে, অমিত সিং নামের এই ব্যক্তি কল্যানের বাসিন্দা। তাঁর সঙ্গে ছিলেন সিমরন সিং নামের মহিলা।হাসপাতালে নিয়ে যাওয়ার পর সিমরনের মৃত্যু হয়।

  পিটিআই সূত্রে খবর, স্থানীয় কল্যান তালুকের থানার একজন কর্মী বলেছেন, “এই দুর্ঘটনায় মারা গিয়েছেন একজন পুরুষ এবং একজন মহিলা। এখন পর্যন্ত তাঁদের সম্পর্কে সব তথ্য আমরা পাইনি। উচ্চ পদের অফিসারেরা গিয়েছেন ঘটনাস্থলে।”এই দুর্ঘটনায় আহত হয়েছেন বিজেপি বিধায়ক নিজেও। তবে তিনি জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন। আহত হয়েছেন গাড়ির চালকও। এছাড়া এমএলএ-র গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত। কিসান কাঠোরে যে মুরবাদ এলাকার এমএলএ, সেই বিধানসভা কেন্দ্র থানে জেলার আওতায় পড়ে।

  Published by:Antara Dey
  First published: