corona virus btn
corona virus btn
Loading

গাড়ি বাজারে সংকট, কমছে গাড়ি বিক্রি, চাকরি হারাচ্ছেন বহু মানুষ

গাড়ি বাজারে সংকট, কমছে গাড়ি বিক্রি, চাকরি হারাচ্ছেন বহু মানুষ
Photo: News 18 Bangla
  • Share this:

#কলকাতা: ঘুরে দাঁড়ানো দূর অস্ত। এই নিয়ে পরপর ৯টি ত্রৈমাসিকে মুখ থুবড়ে পড়ল গাড়ির বিক্রি। ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি ছাড়াও দু-চাকার গাড়ির বাজারেও একই ছবি। গত তিন মাসে এই সেক্টরে কাজ হারিয়েছেন প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ। উৎসবের মরশুমের আগে আবার চাকরি হারানোর আশঙ্কা। এই নিয়ে পরপর নয় ত্রৈমাসিক। অর্থাৎ ২৭ মাস। পরপর নয়টি ত্রৈমাসিক কমল বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়ির বিক্রি। বিক্রি যে আরও কমবে, তা অবশ্য প্রত্যাশিতই ছিল। কিন্তু অবস্থা এতটা খারাপ, তা ভাবা যায়নি-

-মে থেকে জুলাই ত্রৈমাসিকে ৩৫.৯৫ শতাংশ বিক্রি কমেছে

-এই ৩ মাসে ১ লক্ষ ২২ হাজার ৯৫৬টি গাড়ি বিক্রি হয়েছে

-গত বছর এই সময়ে বিক্রি হয়েছিল ১ লক্ষ ৯১ হাজার ৯৭৯টি গাড়ি

-একইভাবে বাণিজ্যিক গাড়ির বিক্রিও সমানে কমছে

গাড়ি বিক্রি কমায় চাকরি হারাচ্ছেন বহু মানুষ। গত মাসেই গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সিয়াম জানিয়েছে,

-একটি নতুন গাড়ি তৈরিতে ১২ জনের কর্মসংস্থান হয়

-গত ৪ মাসে গাড়ি শিল্পে চাকরি হারিয়েছেন সাড়ে ৩ লক্ষ মানুষ

-মূলত অ্যানসেলারি ইউনিটগুলিতেই বেশি ছাঁটাই হয়েছে

-বড় সংস্থাগুলোও এখন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে

সামনেই উৎসবের মরশুম। তাতেও অবস্থা বদলাবে, এমন আশা দেখছে না মারুতি, হুন্ডাই বা নিসানের মতো সংস্থা। মঙ্গলবার নিসান জানিয়েছে, চাহিদা না থাকায় আপাতত এদেশে গাড়ি তৈরি বন্ধ রাখছে তাঁরা। চলতি অর্থবর্ষে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মন্দার দাবি তুলে কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজ চেয়েছে বিভিন্ন বণিকসভা। এরই মধ্যে গাড়ি বাজারে সংকট বেড়েছে চলেছে। একদল অর্থনীতিবিদ খোলাখুলি বলছেন, ২০০৮ এ বিশ্বমন্দার সময় ভারতে তাঁর আঁচ পড়েনি। কারণ চাহিদা কমেনি। এবার সেই চাহিদাই তলানিতে।

First published: August 14, 2019, 1:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर