• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • নির্বাচনে প্রার্থী হতে জমা দিতে হবে ফেসবুক-ট্যুইটারের তথ্য

নির্বাচনে প্রার্থী হতে জমা দিতে হবে ফেসবুক-ট্যুইটারের তথ্য

কেন্দ্রীয় সরকার এবার বদল আনতে চলেছে নির্বাচনের নিয়ম-রীতির ৷

কেন্দ্রীয় সরকার এবার বদল আনতে চলেছে নির্বাচনের নিয়ম-রীতির ৷

কেন্দ্রীয় সরকার এবার বদল আনতে চলেছে নির্বাচনের নিয়ম-রীতির ৷

 • Share this:

  #নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার এবার বদল আনতে চলেছে নির্বাচনের নিয়ম-রীতির ৷ নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচনে প্রার্থী হতে গেলে এবার থেকে প্রার্থীকে জমা দিতে হবে ফেসবুক, ট্যুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের তথ্য ৷ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে এই সমস্ত কিছু তথ্য জমা দিতে নির্বাচন কমিশনকে ৷

  সোশ্যাল মিডিয়া এখনও খুবই প্রভাব ফেলে সাধারণ মানুষের মনে ৷ এমনকী গত কয়েক বছরে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে জনমতও তৈরি হচ্ছে ৷ এমনকী, সাধারণ মানুষ নিজেদের সমস্যাও মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার ওপর ভর করেই ৷ দিনের পর দিন সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয়তার জন্যই ভোটে দাঁড়ানো প্রার্থীকেও জমা দিতে হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কীত নানা তথ্য ৷

  নির্বাচন কমিশনে এর আগে প্রার্থীর ব্যক্তিগত সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেই নানা তথ্য সম্পর্কে খোঁজখবর নিত ৷ নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে প্রার্থীর ফেসবুক ও ট্যুইটার সম্পর্কীত তথ্যও জমা দিতে হবে ৷

  First published: