#নয়া দিল্লি: ১৮০০ শতাব্দীর চুরি যাওয়া অন্নপূর্ণা দেবীর মূর্তি ভারতে ফিরিয়ে দিচ্ছে কানাডা। ভারত থেকে বহুবছর আগে এই মূর্তিটি চুরি করা হয়েছিল। তারপর সেই মূর্তিটি পাঠিয়ে দেওয়া হয় কানাডায়। সেখানকার University of Regina’s collection housed at the MacKenzie Art Gallery-তে এই মূর্তিটি রাখা ছিল।
কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই মূর্তিটি ভারতের। যা কানাডার এই আর্টগ্যালারিতে ১৯৩৬ সাল থেকে আছে। একটি এক্সিবিশনে এসেছিলেন ভারতের শিল্পী দিব্য মেহরা। তিনি এই মূর্তিটি দেখে প্রথম সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন এটি ভারতের দেবী অন্নপূর্ণার মূর্তি। যার হাতে একটি পাত্রও রয়েছে। তিনি বলেন এটি বেনারসের স্থাপত্যের সঙ্গে মেলে।
এর পরই জানা যায় মূর্তিটি বেনারসের। সেখান থেকেই চুরি করা হয় এই মূর্তিটি। স্থাপত্য গুণ ও ইতিহাসের গুরুত্বে এই মূর্তিটির দাম প্রচুর। চোরা ব্যবসাবীরাই এই কাজ করে থাকতে বলে ধারণা। তবে মূর্তিটি ভারতের জানার পর কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয় তা ভারতকে ফেরত পাঠাবার সিদ্ধান্ত নেন। এবং তাঁরা কথাও বলেন ভারতের ভারপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে। কয়েক দিনের মধ্যেই ভারতে ফিরে আসবে চুরি যাওয়া সেই মূর্তি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Goddess Annapurna statue, India