#বেঙ্গালুরু: প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত পরনির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হয়ে উঠবে৷ মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)৷ এদিন বেঙ্গালুরুতে হিন্দুস্তান এয়ারোনটিক'স লিমিটেড (Hindustan Aeronautics Limited) ওরফে হ্যালের দ্বিতীয় লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের (LCA-Tejas) উৎপাদন শুরু হল৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ৷ তিনি বললেন, "প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত অন্য দেশের ওপর আর নির্ভরশীল হয়ে থাকবে না৷ আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে ভারত প্রতিরক্ষা উত্পাদন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে৷"
Addressing the ‘Curtain Raiser’ event for #AeroIndia2021 in Bengaluru. https://t.co/D0gdD9NGJF
— Rajnath Singh (@rajnathsingh) February 2, 2021
Inaugurated the HAL's new LCA-Tejas Production Line in Bengaluru today. Under the ‘Aatmanirbhar Bharat Abhiyan’ India is looking forward to increase its defence manufacturing capabilities. India cannot remain dependent on other countries for its defence. @HALHQBLR pic.twitter.com/7HCmYnjp1P
— Rajnath Singh (@rajnathsingh) February 2, 2021
Tejas is not only indigenous, but it is also better than its foreign equivalents on several parameters and also comparatively cheaper. Many countries have shown interest in Tejas. India will achieve the target of Rs 1.75 lakh Cr in the field of defence manufacturing in few years.
— Rajnath Singh (@rajnathsingh) February 2, 2021
গত ১৩ জানুয়ারি মাসেই নরেন্দ্র মোদির (Naremdra Modi) সুরক্ষা সম্পর্কিত কেন্দ্রীয় মন্ত্রিসভা বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (The Cabinet Committee on Security,CCS) ৮৩টি এলসিএ তেজস কেনার অনুমোদন দেয়৷ হ্যাল থেকে তেজস মার্ক ওয়ান সংস্করণের (Tejas Mk-1A variants) যুদ্ববিমানগুলি কিনতে কেন্দ্রের খরচ হবে ৪৮০০০ কোটি টাকা৷ দেশীয় সামরিক বিমান সেক্টরে এর আগে এত বড় অঙ্কের চুক্তি হয়নি কখনও৷ এদিন তেজসের প্রসঙ্গে রাজনাথ বলছেন, "তেজস শুধুই দেশীয় যুদ্ধবিমানই নয়, এর সমতুল্য বিদেশি যুদ্ধবিমানগুলির থেকে একাধিক বিষয় এগিয়ে রয়েছে৷ দামও তুলনামূলক কম৷ একাধিক দেশ তেজস নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে৷ আগামী কয়েক বছরে ভারত প্রতিরক্ষা উত্পাদনে ১.৭৫ লক্ষ কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajnath Singh