#কলকাতা: কলকাতা হাইকোর্টে শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মধ্যপ্রদেশ হাইকোর্টের ১৩ বছর বিচারপতি দায়িত্ব সামলাছেন প্রকাশ শ্রীবাস্তব। ২০০৮ সালে সেখানে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। ২০১০ সালে স্থায়ী বিচারপতির পদ পান। তার আগে সুপ্রিম কোর্টে প্রায় দুই দশক দেওয়ানি ও কর বিষয়ক মামলায় কৌসুলি হিসেবে কাজ করেছেন প্রকাশ শ্রীবাস্তব।
শুধু কলকাতা হাইকোর্টই নয়। আরও বেশ কয়েকটি হাইকোর্টেই নতুন বিচারপতি নিযুক্ত হয়েছে। মেঘালয়ের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সিকিম হাইকোর্টে। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টি এস শিবগ্ননমকে আনা হয়েছে কলকাতা হাইকোর্টে। অন্য দিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অরিন্দম সিংহ বদলি হয়ে গিয়েছেন ওড়িশা কোর্টে।
এই রাজ্যে প্রধান বিচারপতি হিসেবে টি বি রাধাকৃষ্ণন অবসর নেওয়ার পক দায়িত্ব সামলাচ্ছিলেন রাজেশ বিন্দল। এবার তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে এলাহাবাদ হাইকোর্টের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court