হোম /খবর /দেশ /
১ বছরের জন্য ৩০% বেতন কমছে সাংসদ-মন্ত্রীদের! পুরো টাকা যাবে 'করোনা ফান্ডে'

১ বছরের জন্য ৩০% বেতন কমছে সাংসদ-মন্ত্রীদের! পুরো টাকা যাবে 'করোনা ফান্ডে'

শুধু মাসিক বেতন নয়, সাংসদ-মন্ত্রীদের বিভিন্ন ধরণের ভাতা এবং পেনশনও একইভাবে কমতে চলেছে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আগেই আর্জি জানানো হয়েছিল করোনার জন্য তৈরি ত্রাণ তহবিলে অনুদান দিতে৷ এবার আরও এক ধাপ এগিয়ে সাংসদ-মন্ত্রীদের মাসিক বেতন ৩০%  কম করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ এই মর্মে একটি অর্ডিন্যাস জারি করা হল সোমবার৷ যা পাশ করল মন্ত্রীসভা৷ ১ বছরের জন্য কমছে বেতন৷ এবং এই টাকা যাবে প্রধানমন্ত্রী করোনা তহবিলে৷

শুধু মাসিক বেতন নয়, সাংসদ-মন্ত্রীদের বিভিন্ন ধরণের ভাতা এবং পেনশনও একইভাবে কমতে চলেছে৷ এই দুর্যোগপূর্ণ সময়ের মোকাবিলা করতে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেশের সাংসদ-মন্ত্রীরা৷ ১ এপ্রিল ২০২০ থেকে কার্যকর হবে এই নতুন ধারা৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19, Narendra Modi