#মুম্বই: ২৪ ঘণ্টা ধরে দৌড়ে, ২৩ জন পুরুষ প্রতিযোগীকে হারিয়ে রেকর্ড গড়লেন মুম্বইয়ের মহিলা। ভারতে তিনিই প্রথম মহিলা যিনি ২৪ ঘণ্টায় ১৯৩.৬০ কিলোমিটার দৌড়ে এই রেকর্ড তৈরি করলেন।
পেশায় যোগপ্রশিক্ষক প্রীতি লালা। কয়েকদিন আগে অ্যাজিয়াস লাইফ ইনসিউরেন্স আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে তাঁর সঙ্গে সবাই পুরুষ প্রতিযোগী ছিলেন। কিন্তু দিনের শেষে তাঁদের সকলকে হারিয়ে প্রথম পুরস্কার জেতেন তিনি। তাঁর সঙ্গেই দ্বিতীয় হন পরবিন্দর সিং। তিনি ২৪ ঘণ্টায় ১৫৪ কিলোমিটার দৌড়েছেন।
এমন এক রেকর্ড করার পর প্রীতি জানিয়েছেন, এটাই প্রথম নয়, এর আগেও তিনি এমন ২৪ ঘণ্টার দৌড়ে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কখনও ১০০ কিমির বেশি দৌড়াতে পারেননি। এই বারও তাই তিনি ভেবেছিলেন তেমনই কিছু হবে। কিন্তু জানতেন বাকিদের থেকে ভালোই খেলেছেন। কিন্তু রাত ১টা থেকে ৪টে পর্যন্ত তাঁর যে পারফরম্যান্স ছিল, সেই নিয়ে তিনি চিন্তায় ছিলেন। তিনি বলেন, যখন দেখছিলাম যে একজন বলছেন তাঁর ১২ ঘণ্টায় ১০০ কিমি দৌড়ানো হয়ে গিয়েছে, তখন আমার চিন্তা হচ্ছিল। আমার মনে হচ্ছিল তাঁর থেকে আমাকে আরও ৫০ কিমিতে এগিয়ে থাকতে হবে। সেই মাথায় রেখেই দৌড়ানো শুরু।
Times of India-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যখনই দেখলাম আমি ১০০ কিমি দৌড়ে ফেলেছি, কখনই বুঝলাম আমি এবার দৌড়াতে পারব। আমি খুব সহজেই ৫০ কিমি পার করে ফেলি।
রেকর্ড গড়া এই মহিলার খেলোয়াড় হওয়ার স্বপ্ন অবশ্য ছোট থেকে ছিল না। তিনি জানান, স্কুলে পড়াকালীন কখনও ভাবিইনি আমি খেলোয়াড় হব। স্পোর্টস ডে ছিল আমার কাছে ছুটির দিন। কিন্তু মেয়ে হওয়ার পর তিনি নিজেকে বদলাতে শুরু করেন এবং শরীরের যত্ন নেবেন বলে ঠিক করেন। আর সেখান থেকেই এই রেকর্ড গড়া শুরু।
প্রথম ১০ কিলোমিটারের রেস তিনি মাত্র ৬ বছর আগে খেলেছেন। তার পর একাধিকবার ১২ ঘণ্টা ও ২৪ ঘণ্টার বিভিন্ন রেসে অংশগ্রহণ করেছেন।
এর আগে জানুয়ারি মাসে মাত্র ১০০০ দিনে ১০০০টি গান রেকর্ড করে রেকর্ড গড়েছিলেন দুবাইয়ের এক ভারতীয় মহিলা। যার পর তাঁর নাম গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠে।