আপনার ভোট হলো আপনার অমূল্য সম্পদ – এর মূল্য দিন

News18 Bangla
Updated:May 17, 2019 11:20 PM IST
আপনার ভোট হলো আপনার অমূল্য সম্পদ – এর মূল্য দিন
File Photo
News18 Bangla
Updated:May 17, 2019 11:20 PM IST

ফলাফল ঘোষনার পূর্বে আর মাত্র একটা পর্যায় সম্পন্ন হলেই 2019 সালের সাধারণ নির্বাচন সম্পন্ন হবে। এই নির্বাচনে ভোটদান বিষয়ে কয়েকটি অতিশয় বেদনাদায়ক পরিসংখ্যান নজরে আসে।

ভারতবর্ষে প্রায় 9 বিলিয়ন ভোটার আছেন। এতদসত্বেও এবং দুর্ভাগ্যবশতঃ, কয়েকটি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার 40 শতাংশেরও কম। ভোটারদের একটা বড়ো অংশ তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থেকে সরিয়ে রাখেন। সামগ্রিকভাবে ভারতীয় ভোটারদের মধ্যে এই উদ্যমহীনতা ও ঔদাসীন্য সমস্ত জাতি ও দেশের পক্ষে খুব একটা ভালো আভাস দেয় না।

নির্বাচনের প্রাক্কালে RP Goenka Group এবং Network 18 গ্রুপের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে ভোটারদের শিক্ষিত করা ও তাদের প্রতি আবেদন জানানো যাতে তারা এই ভোটদান বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং ভোটদান করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল পাওয়া গেছে। চলতি এই সাধারণ নির্বাচনে ভোটদানের হার স্বাধীনতার পর থেকে সর্বোত্তম হতে চলেছে।

News18 India -এর পক্ষ থেকে আমীশ দেবগন রাজস্থানের জয়পুরে উপস্থিত থাকছেন। ইকরাম রাজস্থানী, দিলীপ ভট্ট এবং মনীশা আগরওয়ালের মতো প্রথিতযশা ব্যক্তিত্বের উপস্থিতিতে তিনি ভোটদান করা বিষয়টি কত শক্তিশালী তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

কোন কোন কারণের জন্য আমাদের ভোট দেওয়া উচিত

Loading...

আমীশ দেবগন, নিবিড়ভাবে ভোটদান করার গুরুত্বটি বারংবার বলতে থাকেন। নিজের দৃষ্টিভঙ্গীকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তিনি নিজের অমূল্য ভোট নিজে দেওয়ার বিষয়ে অনেকগুলি যুক্তি ব্যাখ্যা করেন। আপনার ভোট আপনি নিজে দেবেন এই বিষয়ে অসংখ্য যুক্তি আছে এবং সেগুলির মধ্যে বেশ কয়েকটি এখানে তালিকাভুক্ত করা হলো:

• আপনার ভোট নির্বাচিত নেতাদের দায়িত্ব নির্দিষ্ট করে

• আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত নেতাবৃন্দ তাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণে বাধ্য থাকেন

• আপনার ভোটই আপনার সন্তান ও পরবর্তী প্রজন্মের উজ্জ্বলতর ভবিষ্যতের সুনিশ্চয়তা দেয়

• আপনার ভোটাধিকার আপনাকে বিভিন্ন অধিকার দান করে এবং নির্বাচিত নেতাদেরকে সেই অধিকারগুলি আপনাকে অনুমোদন দেওয়ার জন্য চাপ দেয়

• আপনার ভোটই একটি শক্তিশালী জাতি গড়ে তোলে এবং সেই জাতির লোকজনদের একতাবদ্ধ করে

• সরকার গঠনের ক্ষেত্রে আপনার ভোটই আপনার মতামত

• আপনার ভোটদান আপনার একটি দায়িত্ব এবং আপনি সেই দায়িত্ব অধ্যাবসায় ও যথেষ্ট যত্ন সহকারে পালন করবেন

• আপনার ভোটই একটি সুস্থিত সরকার গঠন করতে পারে

• আপনার ভোটই আপনার দেশের সরকার গঠনের ক্ষেত্রে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করে

• আপনি আপনার ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে আপনি যে বার্তা দেন বর্তমান শাসক হলো সরকারের সেই বার্তার প্রতিফলন

• আপনি যদি ভোটদান না করেন তাহলে অন্য কেউ হয়তো আপনার হয়ে আপনার ভোটটি দিয়ে দেবে

• আপনি যখন ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকবেন তখন আপনি একটি অযোগ্য ও উদাসীন সরকার গঠনের অভিযোগ জানানোর অধিকার হারাবেন

• আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার উচিত আপনার ভোট দেওয়া

• আপনার ভোটদান হলো আপনার জাতির প্রতি আপনার কর্তব্য। সুতরাং বিচক্ষণতার সঙ্গে সেটি পালন করুন

• আপনার ভোট হলো আপনার ধ্যান, ধর্ম, অহংকার, সামর্থ্য ও শক্তি

• আপনার ভোটদান করা হলো আপনার দেশের প্রতি আপনার নৈতিক কর্তব্য

•আপনার সমস্ত সমস্যা ও অভিযোগের উত্তর হলো আপনার ভোটদান

6ই মে, 2019 তারিখে সম্পন্ন হওয়া পঞ্চম দফার ভোট ছিল জয়পুরে। পঞ্চম দফায় সামগ্রিক ভোটদানের হার হলো 63.50 শতাংশ। জয়পুরে ভোটদানের হার হলো 68.14 শতাংশ।

ভোট দিন এবং আপনার অধিকার প্রয়োগ করুন। ভারতীয় সংবিধানের পক্ষ থেকে আপনার এই সন্মানজনক ও অমুল্য মৌলিক কর্তব্যের প্রতি উদাসীন থাকবেন না। জাতি, বর্ণ ও প্রতিপত্তি ব্যতিরেকে আপনার ভোট হলো সকলের সঙ্গে সমানাধিকার এবং প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার এবং সেই ভোট যাতে গণনা হয় সেই অধিকার আছে। কোনো ভোটারের কাছ থেকে কেউই এই অধিকার কেড়ে নিতে বা ছিনিয়ে নিতে পারবে না।

বাটন দাবাও, দেশ বানাও হলো Network18-র পক্ষ থেকে নেওয়া একটি উদ্যোগ, যা আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে যাতে দেশের এই সাধারণ নির্বাচনে প্রত্যেক ভারতীয়কে তার নিজের ভোটদান করার জন্য আবেদন জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে #ButtonDabaoDeshBanao হ্যাশট্যাগ ব্যবহার করা বিভিন্ন মতামতগুলি পড়তে পারেন।

First published: 08:26:03 PM May 17, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर