হোম /খবর /দেশ /
বাস চালাতে চালাতেই হৃদ্‌রোগ, ৩০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে মৃত্যু বাসচালকের

Bus Driver Saves Life Of Passengers: বাস চালাতে চালাতেই হৃদ্‌রোগ,৩০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাসচালক

বাস চালাতে চালাতেই হৃদ্‌রোগে আক্রান্ত, সেই অবস্থাতেই বাস চালিয়ে ৩০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাসচালক

  • Last Updated :
  • Share this:

#তামিলনাড়ু: বাস চালাতে চালাতেই হৃদ্‌রোগে আক্রান্ত, সেই অবস্থাতেই বাস চালিয়ে ৩০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাসচালক (Bus Driver Saves Life Of Passengers:)! বাস্তবের হিরো তামিলনাড়ু সরকারি পরিবহণ সংস্থার বাসচালক, ৪৪ বছরের আরুমুগম।

রোজকার মতোই বৃহস্পতিবার সকালেও ডিপো থেকে বাস নিয়ে বেরিয়েছিলেন আরুমুগম। রুট আরাপ্পালায়ম থেকে কোদাইকানাল। ৬.২০ মিনিটে বাস ডিপো ছাড়তেই বুকে ব্যথা অনুভব করেন আরুগম। কন্ডাকটর ভাগ্যরাজকে সে'কথা জানানও! শরীর প্রচণ্ড খারাপ লাগছে, এদিকে বাস চলছে ঝড়ের গতিতে, ক্রমশ বুঝতে পারছেন বাস চালানোর ক্ষমতা হারাচ্ছেন, কিন্তু সেই অবস্থায় স্টিয়ারিং ছেড়ে দিলে দুর্ঘটনা অনিবার্য, আবার বাস চালাতে থাকলেও ঘটতে পারে দুর্ঘটনা! কী করবেন? ৩০ জন যাত্রীর প্রাণের দায়িত্ব যে তাঁর কাঁধে! এরপর, উপস্থিত বুদ্ধির জোরে গুরু থিয়েটার এলাকায় রাস্তার পাশে বাস দাঁড় করান আরুমুগম, তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন (Bus Driver Saves Life Of Passengers)। কন্ডাক্টর অ্যাম্বুল্যান্স ডাকেন, কিন্তু যতক্ষণে অ্যাম্বুল্যান্স এসে পৌঁছায়, সব শেষ! ৩০ জন যাত্রীকে প্রাণে বাঁচিয়ে চলে গেলেন সত্যিকারের হিরো আরুমুগম।

তামিলনাড়ু সরকারি পরিবহণ সংস্থার ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার জানান, '' আরুমুগমের ১২ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা ছিল। ও যেভাবে রাস্তার ধারে বাস পার্ক করে ৩০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছে, তা সত্যিই ভোলার নয়। ওকে আমরা কোনওদিন ভুলব না।'' বাড়িতে আরুমুগমের ২টি মেয়ে রয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ রাজাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারিমেদু পুলিশ মামলা দায়ের করে  ঘটনার তদন্ত শুরু করেছে।

হালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় উলটোদিকে ট্রাক চালিয়ে নিয়ে যাচ্ছেন ট্রাক ড্রাইভার! জানা যায়, ট্রাকটির ব্রেক ফেল করেছিল। তাই ৩ কিমি উলটোদিকে ট্রাক চালিয়েছিলেন তিনি, যাতে ট্রাকের ধাক্কায় কোনও পথচলতি মানুষের দুর্ঘটনা না ঘটে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Tamil Nadu