#বেঙ্গালুরু: একেই বলে স্বপ্নপূরণ ৷ তবে বাস কন্ডাকটর মধুর কথায়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টপে পৌঁছলেন তিনি ৷ ব্যাপারটাকে এভাবেই আজকাল দেখছেন বেঙ্গালুরুর ২৯ বছর বয়সী বাস কন্ডাকটর মধু ৷ দিনের ব্যস্ততা থেকে ৫ ঘণ্টা নিয়ে গোটা মনযোগ পড়াশুনায় ৷ আর সেই অধ্যাবসাই এনে দিল সাফল্য৷ এক চান্সেই মধু পাস করে ফেললেন ইউপিএসি মেইন !
মধু জানিয়েছেন, ‘বড় ফ্যামিলি ৷ আমিই ঘরের বড় ছেলে ৷ গোটা সংসারটা আমার কাঁধেই ৷ তবে দায়িত্বের সঙ্গে সঙ্গে নিজের স্বপ্নপূরণের জন্যও লড়ে গিয়েছিলাম৷ আসলে মায়ের স্বপ্ন ছিল আমি বড় অফিসার হই ৷’
কন্নড় ও ইংরেজি ভাষাতেই পরীক্ষা দিয়েছেন মধু ৷ বিষয় হিসেবে বেছে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সাধারণ জ্ঞান, অঙ্ক ৷
মধুর এই সাফল্যের কথা এখনও অবশ্য জানেন না তাঁর বাড়ির লোক ৷ মধু জানিয়েছেন, ‘আমি এখনই কাউকে কিছু জানাইনি ৷ তবে আমার সাফল্যের কথা জানলে সবাই খুব খুশিই হবে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus conductor, Civil service, Examination, UPSC