হোম /খবর /দেশ /
মৃত ৫, আহত ২০, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষ

মৃত ৫, আহত ২০, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষ

Photo Courtesy: ANI

Photo Courtesy: ANI

দিল্লি থেকে বিহারের দিকে যাচ্ছিল বাসটি৷ সৌরিখ থানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারতেই, তা উল্টে পড়ে যায়৷ যারা আতহ হয়েছেন, তাদের অবস্থাও শোচনীয় বলে জানা গিয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কনৌজ: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে৷ ২০জন গুরুতর আহত৷ আহতদের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর৷ উত্তরপ্রদেশের কনৌজের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে৷ অত্যন্ত দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ ফলে জোরে ধাক্কা মারে অন্য একটি গাড়িতে৷ গাড়িটি উল্টে পড়ে যায় গর্তে৷ বাসটিও পড়ে যায়৷ ফলে ঘটনাস্থলেই ৫জনের মৃত্যু হয়৷ আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দিল্লি থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি৷ সৌরিখ থানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারতেই, তা উল্টে পড়ে যায়৷ যারা আতহ হয়েছেন, তাদের অবস্থাও শোচনীয় বলে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷

Published by:Pooja Basu
First published:

Tags: Accident