#নয়াদিল্লি: উত্তর দিল্লির সরাই রোহিল্লা এলাকায় (Sarai Rohilla) বৃহস্পতিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা (Delhi Bus Accident)। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তিন পুলিশকর্মী-সহ আহত হয়েছেন মোট চারজন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ। কমল টি পয়েন্টের কাছে একটি পুলিশ ফাঁড়ির ভিতর ঢুেক যায় গোটা বাসটি। পুলিশ ফাঁড়িটি পুরো ভেঙে গিয়েছে। সেখানেই মৃত্যু হয় এক ব্যক্তির।
পুলিশ সূত্রে খবর, প্রথমে ডিটিসি-র ওই বাসটি প্রথমে পুলিশ ফাঁড়িতে জোরে ধাক্কা মারে। এর পরই ফুটপাতের উপর উঠে যায় সেটি। এক জনকে পিষে দেয় বাসটি। মোট চারজন ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিন পুলিশকর্মী-সহ রাস্তার এক পথচারীও আহত হয়েছেন ঘটনায়। ঘটনার পরই বাসের চালক ও কন্ডাকটর পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সরাই রোহিল্লা পুলিশ স্টেশনে মামলা রুজু করেছে পুলিশ। কী ভাবে বাসটি এমন দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। চালক মদ্যপ ছিলেন নাকি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus Accident, Delhi