#নয়াদিল্লি: ফের রাজধানীতে আগুন। দিল্লিতে পীরাগড়ে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন। ব্যাটারি কারখানায় আগুন লাগে বৃহস্পতিবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩৫টি ইঞ্জিন। ব্যাটারিতে আগুন লেগে ঘটেছে বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কয়েকজনের আটকে থাকার আশঙ্কা।
দিল্লিতে পীরাগড়ে ব্যাটারি কারখানায় এদিন ভোরে আগুন লাগে। কারখানার মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন কর্মী। ব্যাটারি বিস্ফোরণের জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ভেঙেও পড়ে। ৩৫টি ইনজিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে দমকল। দমকলের দাবি, ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।
এরমধ্যে ১৩ জন দমকল কর্মী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন ভোরে আগুন লাগে পশ্চিম দিল্লির এই ব্যাটারি কারখানায়। সাতটি দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ট্যুইটে প্রতিক্রিয়া জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire Breaks Out In Delhi, Peeragarhi, Peeragarhi building collapse