#রেডিকুডা: বিরল ঘটনার সাক্ষী অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় কৃষক ভেঙ্কটেশ্বরের পরিবার । রাতারাতি এখন সেলিব্রিটি তিনি । তাঁর পোষা গরু জন্ম দিয়েছে দু-মাথা বিশিষ্ট বাছুরের । এদিন ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই সেই বাছুর দেখতে তাঁর বাড়িতে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করে । ঘটনা খতিয়ে দেখতে ভেঙ্কটেশ্বরের বাড়িতে পৌঁছন বিশেষজ্ঞ পশু চিকিৎসকের একটি দল । কী ভাবে এই অবিশ্বাস্য কাণ্ড ঘটতে পারে। তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ ।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, মা গরু এবং বাছুর দুজনেই একেবারে সুস্থ রয়েছে । ভূমিষ্ঠ বাছুরের ওজনও পর্যাপ্ত । শারীরিক কোনও সমস্যা নেই তার । তবে এটাই প্রথমবার নয় । তাঁর এই গরু আর এক তাজ্জব কাণ্ড ঘটিয়েছিল প্রথমবার সন্তান প্রসব করে । সে বার সবুজ রঙের বাছুরের জন্ম দিয়েছিল সে । তখনও বহু মানুষ দূর দূরান্ত থেকে বহু মানুষ অদ্ভূত কাণ্ড দেখতে ভিড় করেছিলেন ভেঙ্কটেশ্বরের বাড়িতে । কিন্তু কীভাবে সবুজ বাছুরের জন্ম দিয়েছিল তাঁর গরু, সেই রহস্য উদ্ঘাটন হয়নি ।
প্রসঙ্গত, জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার রেডিকুডা অঞ্চলের রুদ্রভরম গ্রামে পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন কৃষক ভেঙ্কটেশ্বরা রাও ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।