হোম /খবর /দেশ /
#Budget2019: প্রত‍্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ‍্যে জল জীবন মিশন

#Budget2019: প্রত‍্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ‍্যে জল জীবন মিশন

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: ২০২৪ সালের মধ‍্যে ভারতের প্রত‍্যেক বাড়িতে পানীয় জল পৌছে দেওয়র লক্ষ‍্যে জল জীবন মিশন। এই মিশনকে সাফল্যের লক্ষ‍্যে জলশক্তি মন্ত্রক নামে নতুন মন্ত্রক গঠন করল ভারত। বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

    লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন সাতষট্টি দশমিক নয় শতাংশ ভোটার। নির্বাচনের রায় নতুন ভারত গঠনকে আরও উৎসাহ দিয়েছে। লোকসভা নির্বাচনের ফল প্রসঙ্গে বাজেটে একথাই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

    এ দিনের বাজেটে সীতারমন মূলত জোর দিলেন বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির দিকেই৷ যার নির্যাস, ২০২০ সালে ভারতকে ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছনোর লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷

    বিপুল জনমতের সমর্থনে ফের কেন্দ্রে মোদি সরকার ৷ ক্ষমতায় ফেরার পর দ্বিতীয় টার্মের প্রথম বাজেট ৷ নাম বদলাল কেন্দ্রীয় বাজেটের। নয়া নাম 'দেশ কা বহিখাতা'। ৫৯ বছর পর ইতিহাসের মুখোমুখি সংসদ ৷ এত বছরের ব্যবধানে ইন্দিরা গান্ধির পর বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী ৷ অতীত বাজেট ব্রিফকেস ৷ ৭২ বছরের পুরনো প্রথার অবসান ঘটিয়ে সাবেকি বাজেট ব্রিফকেসের বদলে বাজেট পেপার আনলেন লাল শালু মুড়ে ৷ বাজেটের শুরুর আগেই চমক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷

    First published:

    Tags: Budget 2019, Drinking Water, Union Budget 2019