হোম /খবর /দেশ /
Budget 2020: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের চাকরির জন্য বড় ঘোষণা বাজেটে!

Budget 2020: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় ঘোষণা বাজেটে! জেনে নিন

বাজেট

বাজেট

একই সঙ্গে সীতারামন এ বার ইঞ্জিনিয়রদের জন্য বড় ঘোষণা করলেন৷ সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্র-ছাত্রীদের স্থানীয় সরকারি কার্যালয়গুলিতে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে৷ নতুন শিক্ষানীতি ঘোষণা করার কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতের যুবকদের স্কিল বাড়ানোর জন্য স্কিল ইন্ডিয়া প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ তাঁর কথায়, 'বিদেশে শিক্ষক, প্যারামেডিক্যাল স্টাফ ও নার্সদের বিপুল চাহিদা৷ কিন্তু স্কিল না-থাকায় চাকরি পাচ্ছেন না অনেকেই৷ আমার সরকারের প্রস্তাব, স্কিল উন্নয়নের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে৷'

একই সঙ্গে সীতারামন এ বার ইঞ্জিনিয়রদের জন্য বড় ঘোষণা করলেন৷ সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্র-ছাত্রীদের স্থানীয় সরকারি কার্যালয়গুলিতে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে৷ ১ বছর ইন্টার্নশিপ করবেন তাঁরা৷ নতুন শিক্ষানীতি ঘোষণা করার কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷

অর্থমন্ত্রী বলেন, 'শিক্ষা ক্ষেত্রে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দা করা হচ্ছে৷ সরকার খুব শীঘ্রই স্টাডি ইন্ডিয়া প্রকল্প আনছে৷ এই প্রকল্পের আওতায় গরিব পড়ুয়ারা অনলাইন ডিগ্রি কোর্সের সুবিধা পাবে৷ নতুন শিক্ষনীতিতে দেশের ১৫০টি বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্স চালু করা হবে৷'

সীতারামনের দাবি, দেশের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত৷ মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে৷ আয়কর আদায়ের পরিধি বেড়েছে৷ দেশে ৬০ লক্ষ নতুন করদাতা তৈরি হয়েছে৷ দারিদ্রসীমার বাইরে এসেছেন ২৭ লক্ষ মানুষ৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Budget 2020, Skill India, Union Budget 2020