#শ্রীনগর: পাকিস্তানের বর্বরতা শিকার আরও এক ভারতীয় সেনা জওয়ান। মাছিল ও আন্তর্জাতিক সীমান্তে গুলিবিদ্ধ জওয়ানকে গুলি করে পালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট। শনিবার মৃত্যু হল জওয়ান নীতীন সুভাষের। জওয়ানের দেহ বিকৃত করার পর আহত জওয়ানকে গুলি করার ঘটনায় ক্ষোভ সেনা ও বিএসএফে। শনিবারও সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে মিনি যুদ্ধের আবহ কাশ্মীর সীমান্তে।
বিএসএফ জওয়ান মনজিত সিংয়ের দেহ বিকৃত করে পালানোর সময় আরও একটি কুকীর্তি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের। সংঘর্ষ চলার সময় মাছিল থেকে কিছুটা দূরে গুলিবিদ্ধ হন আরও এক বিএসএফ জওয়ান। আহত সেই জওয়ানকে গুলি করে পালিয়ে যায় ব্যাট জওয়ানরা।
একই দিনে দুই জওয়ানের ওপর এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিএসএফ। প্রশ্ন জওয়ানের দেহ বিকৃতি বা আহত সেনাকে গুলি করে কি প্রমাণ করতে চাইছে পাক সেনা?