Home /News /national /
বিএসএফ সেনার ভাইরাল ভিডিও: তেজ বাহাদুর যাদবের পাশে দাঁড়ালেন দেশের খেলোয়াড়রা

বিএসএফ সেনার ভাইরাল ভিডিও: তেজ বাহাদুর যাদবের পাশে দাঁড়ালেন দেশের খেলোয়াড়রা

এক টুকরো পোড়া রুটি আর হলুদ-নুন গোলা ডালের জল ৷ এটাই নাকি সীমান্তে প্রহরারত ভারতীয় সেনাদের খাবার ৷ দেশবাসীর সামনে

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: এক টুকরো পোড়া রুটি আর হলুদ-নুন গোলা ডালের জল ৷ এটাই নাকি সীমান্তে প্রহরারত ভারতীয় সেনাদের খাবার ৷ দেশবাসীর সামনে জওয়ানদের দুরবস্থার ছবি তুলে ধরেন পুঞ্চের ২৯ ব্যাটেলিয়ানের BSF জওয়ান তেজ বাহাদুর ৷ লাখ লাখ শেয়ারে ভাইরাল সেই ভিডিও ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ঝড়ের আঁচ পৌঁছেছে স্বরাষ্ট্র দফতরেও ৷ বিএসএফ জওয়ানের এই ভিডিও দেখে ঘটনার তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ এই নির্দেশে তোলপাড় পড়ে যায় সেনার অন্দরমহলে ৷ তবে শুধুই যে সেনার অন্দর মহলে নাড়া দিয়েছে এই ঘটনা তা নয়, বিনোদন জগত থেকে খেলা জগত তেজ বাহাদুরের পাশে এসে দাঁড়িয়েছেন ৷ প্রতিক্রিয়া জানিয়েছেন, ট্যুইটারের মধ্যে দিয়ে ৷

  tweet

  দেখুন সেই ভাইরাল ভিডিও ৷

  First published:

  Tags: BSF Jawan, BSF Jawan Tej Bahadur, BSF Jawan Viral video, Viral Video

  পরবর্তী খবর