হোম /খবর /দেশ /
মারাত্মক কাণ্ড দিল্লিতে, ৪৮ ঘণ্টার মধ্যে দুই ভাইকে কামড়ে খেল কুকুর! এ হয় কী করে

Stray Dog Killing: মারাত্মক কাণ্ড দিল্লিতে, ৪৮ ঘণ্টার মধ্যে দুই ভাইকে কামড়ে খেল পথকুকুর! এও কী করে সম্ভব

দিল্লিতে ঘটেঠে মারাত্মক ঘটনা

দিল্লিতে ঘটেঠে মারাত্মক ঘটনা

Stray Dog Killing: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই শিশুর মৃত্যুর কারণ কুকুরের কামড়৷

  • Share this:

নয়াদিল্লি: মারাত্মক কাণ্ড ঘটে গেল দিল্লিতে৷ দিল্লির বসন্ত কুঞ্জের কাছে একটি পাঁচ বছরের শিশু ও তাঁর সাত বছরের দাদাকে কামড়ে, খুবলে খেল পথকুকুর৷ দু’টি আলাদা ঘটনা ঘটল মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে৷ যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দিল্লি জুড়ে৷ মার্চ মাসের ১০ তারিখে আনন্দ নামে সাত বছরের শিশুকে আক্রমণ করে ছিঁড়ে খায় কুকুরের দল৷ বাড়ির বাইরেই এই ঘটনা ঘটে৷ বসন্ত কুঞ্জের বস্তি এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ বাড়ির লোক খুঁজে না পেয়ে সন্ধান চালাতে থাকে৷ তারপর কয়েকঘণ্টা পর বাড়ি থেকে কিছু দূরেই ওই শিশুর দেহ মেলে৷ দেহ ময়না তদন্তে গেলে জানা যায়, পশুর আক্রমণে মৃত্যু হয়েছে শিশুর৷

তার দু’দিনের মাথায় তাঁর ভাইয়ের সঙ্গেও একই ঘটনা ঘটে৷ তাঁর ছোট ভাইয়ের নাম আদিত্য৷ তার বয়স পাঁচ বছর৷ শৌচকর্ম করতে বাড়ির বাইরে গিয়েছিল সে৷ সেই সময়েই পথ কুকুর হামলা চালায় ওই শিশুর উপর৷ তাকে ঘিরে ধরে কামড়ায়৷ তার পর তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়৷ পরিবারের সদস্য আদিত্যর কাকা জানিয়েছেন, ‘‘আমি আর ও একসঙ্গেই শৌচকর্ম করতে গিয়েছিলাম৷ কিন্তু গিয়ে দেখলাম জঙ্গলের মধ্যে আদিত্যর দেহ পড়ে আছে৷ কুকুরে কামড়ে পেটের নাড়িভুঁড়ি বার করে এনেছে৷ ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাঁচেনি৷’’

আরও পড়ুন: রাজ্যে সরকারি চাকরির বিরাট সুযোগ, মন্ত্রিসভায় ঘোষণা মমতার! পাহাড় থেকে সমতল, সুযোগ সর্বত্রই

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের আগে ডিএ-র দাবিতে বনধ ব্যর্থ করতে স্কুলে স্কুলে নোটিস তৃণমূল শিক্ষক সংগঠনের

ওই দুই শিশুর মা জানিয়েছেন. তিনি বিশ্বাসই করতে পারছেন না কী ভাবে এই ঘটনা ঘটল৷ তিনি বলেছেন, ‘‘কেন আমার সন্তানদের প্রতিই এই ঘটনা ঘটানো হল৷ আমি জানি না৷ আমি এই ঘটনার তদন্ত চাই৷ আমি জানি না কেন এখন এই ঘটনা ঘটল৷ এর আগেও বাড়ির সামনে অনেক কুকুর ছিল, কই তখন তো কিছু ঘটেনি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই শিশুর মৃত্যুর কারণ কুকুরের কামড়৷ ইতিমধ্যে দিল্লি পুলিশের দরবারে একাধিক মামলা রুজু করা হয়েছে৷ পরিবারের লোকেরা খুনের অভিযোগ করেছেন পরিবারেরই কয়েকজন সদস্যের বিরুদ্ধে৷ ওই অংশের জঙ্গল থেকে কম করে ২৫টি পথ কুকুরকে উদ্ধার করে ইতিমধ্যে অন্যত্র সরিয়েছে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন৷

Published by:Uddalak B
First published:

Tags: Crime