• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মুম্বই-গোয়া হাইওয়ে ব্রিজ, নিঁখোজ ২০ জন, মৃত ২

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মুম্বই-গোয়া হাইওয়ে ব্রিজ, নিঁখোজ ২০ জন, মৃত ২

অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ল মুম্বই-গোয়া ন্যাশনাল হাইওয়ের সেতু ৷ বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ ব্রিজটি ভেঙে পড়ায় জলের তোড়ে দুটি বাস ও দুটি গাড়ি নদীতে ভেসে যায় বলে খবর ৷

অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ল মুম্বই-গোয়া ন্যাশনাল হাইওয়ের সেতু ৷ বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ ব্রিজটি ভেঙে পড়ায় জলের তোড়ে দুটি বাস ও দুটি গাড়ি নদীতে ভেসে যায় বলে খবর ৷

অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ল মুম্বই-গোয়া ন্যাশনাল হাইওয়ের সেতু ৷ বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ ব্রিজটি ভেঙে পড়ায় জলের তোড়ে দুটি বাস ও দুটি গাড়ি নদীতে ভেসে যায় বলে খবর ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ল মুম্বই-গোয়া ন্যাশনাল হাইওয়ের সেতু ৷ বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ ব্রিজটি ভেঙে পড়ায় জলের তোড়ে দুটি বাস ও দুটি গাড়ি নদীতে ভেসে যায় বলে খবর ৷ নিখোঁজ ২০ জন যাত্রী ৷ উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের একটি বিশেষ দল ৷ এখনও পর্যন্ত দু’জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

  বুধবার ভোরে মহাবালেশ্বরের রায়গড়ে সাবিত্রী নদীর উপর ভেঙে পড়ে সেতুটি ৷ বেশ কয়েকদিনের একটানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে ওঠায় এই বিপত্তি বলে দাবি সরকারি সূত্রের ৷ ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুটি ভেঙে পড়ার সময় তার উপর দিয়ে যাচ্ছিল দুটি গাড়ি ও দুটি বাস ৷ ব্রিজ ভেঙে পড়ার সময় সেগুলি জলে ভেসে গিয়েছে বলে দাবি করেছেন তাঁরা ৷

  রায়গড়ের জেলা কালেক্টর শীতল উগলে জানিয়েছেন, রত্নগিরি থেকে আসা ওই রুটের দুটি সরকারি বাসের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাঁর দাবি, প্রবল বৃষ্টিতে সাবিত্রী নদীর জল বেড়ে যাওয়ায়, জলের তোড়েই ব্রিটিশ আমলে তৈরি ওই সেতুটি ভেঙে পড়েছে ৷ অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে, প্রবল বৃষ্টিতে মহাবালেশ্বরের ক্যাচমেন্টে জল জমে যাওয়াতেই ভেঙে পড়েছে ব্রিজটি ৷ সেতুর ৮০ শতাংশ অংশই তলিয়ে গিয়েছে নদী গর্ভে ৷

  স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখতে সমস্ত ট্রাফিক, এই পুরোনো ব্রিজের সমান্তরালে নতুন নির্মিত সেতুতে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷

  রায়গড় ASP সঞ্জয় পাতিল, সেতু ভেঙে নদীতে দুটি বাস পড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ৷ নিখোঁজ যাত্রীদের ও বাসের খোঁজে উদ্ধারকার্যে নামানো হল চেতক হেলিকপ্টার ও ডুবুরি ৷ তবে বৃষ্টির জেরে ধীরে চলছে উদ্ধারকাজ ৷

  First published: