• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • অশান্ত বেঙ্গালুরু, মাইলের পর মাইল হেঁটে বিয়ে করতে গেলেন কনে

অশান্ত বেঙ্গালুরু, মাইলের পর মাইল হেঁটে বিয়ে করতে গেলেন কনে

সমস্ত বাঁধাকে উপেক্ষা করে ২৫ বছরের তরুণী বিয়ে করার জন্য পায়ে হেঁটে পৌঁছল কর্ণাটকের সীমান্ত ৷

সমস্ত বাঁধাকে উপেক্ষা করে ২৫ বছরের তরুণী বিয়ে করার জন্য পায়ে হেঁটে পৌঁছল কর্ণাটকের সীমান্ত ৷

সমস্ত বাঁধাকে উপেক্ষা করে ২৫ বছরের তরুণী বিয়ে করার জন্য পায়ে হেঁটে পৌঁছল কর্ণাটকের সীমান্ত ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #বেঙ্গালুরু: গত কয়েকদিন ধরে কাবেরী জলবন্টন বিরোধ ইস্যুতে বেঙ্গালুরু সহ আশেপাশের শহরে ব্যাপক অশান্তি ৷ সোমবার বেঙ্গালুরু জুড়ে তুমুল তাণ্ডব চালায় তামিল-বিরোধী বিক্ষোভকারীরা ৷ পরিস্থি্তি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা ৷  স্তব্ধ জনজীবন। রাস্তা থেকে তুলে নেওয়া হয় যানবাহন ৷

  এই অবস্থায় তামিলনাড়ু যাওয়া প্রায় অসম্ভব ৷ কিন্তু সমস্ত বাধাকে উপেক্ষা করে ২৫ বছরের তরুণী বিয়ে করার জন্য পায়ে হেঁটে পৌঁছল কর্ণাটকের সীমান্ত ৷

  বৃহস্পতিবার বেঙ্গালুরুর বাসিন্দা আর প্রেমার বিয়ে তামিলনাড়ুর এক বাসিন্দার সঙ্গে হওয়ার কথা ৷ বেশ কয়েকদিন ধরে কাবেরী ইস্যুতে জ্বলছিল বেঙ্গালুরু ৷ বন্ধ রাখা হয়েছিল সমস্ত যানচলাচল ৷ দুই রাজ্যের মধ্যে অবস্থা এখন এতটাই উত্তপ্ত যে কর্ণাটক থেকে তামিলনাড়ু যাওয়া প্রায় অসম্ভব ৷ কিন্তু এর জেরে তার বিয়ে ভেঙে যাবে তা কখনই মেনে নিতে পারেননি প্রেমা ৷ তাই পায়ে হেঁটে রাজ্যের সীমান্ত পেরেনোর সিদ্ধান্ত নেন তিনি ৷

  পায়ে হেঁটে হোসুরে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন পরিবারের বেশ কয়েকজন সদস্য ৷

  প্রেমা জানান, তামিলনাড়ুর পৌঁছনোর জন্য তাকে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়েছে ৷ এর জেরে বিয়ে নিয়ে তার সমস্ত উৎসাহ চলে গিয়েছে ৷ বিয়েতে প্রায় ৬০০ লোককে  নিমন্ত্রণ করেছিলেন তিনি ৷ কিন্তু এখন বেঙ্গলুরুর যা পরিস্থিতি তাতে কেবল ২০ জন তার বিয়েতে উপস্থিত থাকতে পারবে ৷

  First published: