Brave cat confronts a leopard in Maharashtra: সামনে রাগী চিতা, বুক চিতিয়ে দাঁড়াল একা বিড়াল! সাহসে মুগ্ধ সবাই, দেখুন ভিডিও

চিতার সামনে সেই সাহসী বিড়াল৷ Photo-ANI

একটি বিড়ালকে তাড়া করতে গিয়ে সোজা কুয়োর মধ্যে গিয়ে পড়ে একটি চিতা বাঘ৷ বিড়ালটিও কুয়োর মধ্যেই পড়ে গিয়েছিল (Brave cat confronts a leopard in Maharashtra)৷

 • Share this:

  #নাসিক: বিড়াল কি সত্যিই বাঘের মাসি? বাঘের মাসি হলে চিতা বাঘের সঙ্গে কী সম্পর্ক বিড়ালের? সম্পর্ক যাই হোক না কেন, চিতার মুখোমুখি হলে যে বিড়ালও সহজে ভয় পায় না, তা স্পষ্ট হয়ে গেল৷ অন্তত এই ভাইরাল ভিডিও-তে সেটাই প্রমাণিত৷

  সংবাদসংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি বিড়ালকে তাড়া করতে গিয়ে সোজা কুয়োর মধ্যে গিয়ে পড়ে একটি চিতা বাঘ৷ বিড়ালটিও কুয়োর মধ্যেই পড়ে গিয়েছিল৷ ভিডিওতে দেখা যাচ্ছে, কুয়োর জলের মধ্যে পড়েই আরও রেগে গিয়ে বিড়ালটির দিকে তেড়ে যাচ্ছে চিতা বাঘটি৷ এই পর্যন্ত পড়ে অধিকাংশেরই মাথায় বিড়ালটির মর্মান্তিক পরিণতির কথাই আসতে বাধ্য৷ বাস্তবে অবশ্য তা হয়নি৷ প্রথমে চিতার রুদ্রমূর্তি দেখে কয়েক পা পিছু হটলেও পরমুহূর্তেই রুখে দাঁড়ায় বিড়ালটি৷ তাতে বোধহয় চিতা বাঘটিও কিঞ্চিৎ ঘাবড়ে গিয়েছিল৷ এর পর আর বিড়ালটির কোনও ক্ষতি করার চেষ্টা করেনি সে৷ বাকি সময়টা দু' জনকে সন্ধি করে নিতেই দেখা যায়৷ কুয়োয় পড়ে দু' জনেই যে যথেষ্ট বিপাকে পড়েছে, চিতাটি হয়তো সেটাও বুঝতে পেরেছিল৷

  জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে৷ নাসিকের বন দফতরের ডেপুটি কনসারভেটর পঙ্কজ গর্গ জানিয়েছেন, চিতা বাঘটিকে পড়ে কুয়ো থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়৷ বিড়ালটিকেও সুস্থ ভাবেই উদ্ধার করা হয়েছে৷

  যদিও চিতার প্রবল প্রতাপে কেঁপে না গিয়ে উল্টে রুখে দাঁড়িয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে বিড়ালটি৷ অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন৷ একজন ট্যুইটার ব্যবহারকারী তো লিখেছেন, 'অনেক মানুষের তুলনায় এই বিড়ালটির সাহস বেশি৷' ভিডিও-তে যদিও স্পষ্ট নয়, এমনও হতে পারে বিড়ালের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে হয়তো নিজেদের 'আত্মীয়তার' কথা মনে পড়ে গিয়েছিল চিতা বাঘটির৷ হাজার হোক, বাঘের মাসি হলে চিতা বাঘেরও সঙ্গেও তো বিড়ালের কোনও না কোনও সম্পর্ক থেকেই যায়!

  Published by:Debamoy Ghosh
  First published: