#সুরেন্দ্রনগর: ২৫০ ফিট গর্তের ভিতর পড়ে গেল ৪ বছরের শিশু ! শিশুকে বাঁচাতে উদ্ধারকর্মীরা তুমুল ব্যস্ততায় চালাচ্ছে উদ্ধারকার্য ৷ ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলার ছোট্ট একটি গ্রাম করশানগরে ৷
বৃহস্পতিবার দুপুর নাগাদ মাঠে খেলছিল ৪ বছরের ছোট্ট সাগর ৷ খেলতে খেলতেই নলকূপ তৈরির গর্তের মধ্যে পড়ে গেল ছোট্ট সাগর ৷
খবর পেতেই গ্রামে এসে হাজির হয়েছে উদ্ধারকর্মীরা ৷ দুপুর থেকেই চলছে উদ্ধারকার্য৷