#দ্বারভাঙা: বিহারের দ্বারভাঙায় জোর করে বিয়ে দেওয়া হল এক যুবকের৷ যুবককে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল তারওপর যার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল তিনি ওই যুবকের মৃত দাদার বিধবা স্ত্রী! সেই যুবকের বিয়ের ভিডিও এখন ভাইরাল৷
ভাইরাল ভিডিওতে দেখা গেছে যুবককে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে৷ খবর অনুযায়ি যুবকের বিয়ে দেওয়া হচ্ছিল তাঁর বৌদির সঙ্গেই৷ ওই যুবকের বিধবা বৌদির অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল৷ যা গ্রামবাসীরা টের পেয়ে যায়৷ এই অবস্থায় মেয়েটির দেওরকে বলি করে দেয় গ্রামবাসীরা৷ গ্রামবাসীরা তাঁকেই জোর করে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
মন্দিরে বিয়ে হয়৷ তারপর সেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে৷ এরমধ্যে দেখা যাচ্ছে ছেলেটি কাকুতি মিনতি করে কান্নাকাটি করছে৷ কিন্তু গ্রামীণ মহিলারা এবং পরিবারের লোকজনও তাও ছেলেটিকে নিষ্কৃতি না দিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয়৷ মোরো থানার খরপুরা গ্রামের এই ঘটনা৷ সিংহবাড়া থানার ভরবাড়া গ্রামের মন্দিরে এই বিয়ে হয়৷
বিয়ের আসল কারণ বিধবা মহিলার অবৈধ সম্পর্ক৷ মহিলার স্বামীর মৃত্যু হয়ে যাওয়ার পর পরিবারেরই অন্য এক আত্মীয়র সঙ্গে মহিলার অবৈধ সম্পর্ক স্থাপিত হয়৷ এরপর মহিলার পরিবার জোর করে ওই দেওরের সঙ্গে তাঁর বিয়ে দিয়েই ছাড়ে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Marriage, Viral Video