হোম /খবর /দেশ /
‘বিয়ে করব না বৌদিকে’ হাউমাউ করে কান্না দেওরের, তবু দেওয়া হল বিয়ে,ভাইরাল ভিডিও

‘বিয়ে করব না বৌদিকে’ হাউমাউ করে কান্না দেওরের, তবু দেওয়া হল বিয়ে, ভাইরাল ভিডিও

সে কী কেলেঙ্কারি, সে কী কেলেঙ্কারি...

  • Last Updated :
  • Share this:

#দ্বারভাঙা: বিহারের দ্বারভাঙায় জোর করে বিয়ে দেওয়া হল এক যুবকের৷ যুবককে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল তারওপর যার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল তিনি ওই যুবকের মৃত দাদার বিধবা স্ত্রী! সেই যুবকের বিয়ের ভিডিও এখন ভাইরাল৷

ভাইরাল ভিডিওতে দেখা গেছে যুবককে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে৷ খবর অনুযায়ি যুবকের বিয়ে দেওয়া হচ্ছিল তাঁর বৌদির সঙ্গেই৷ ওই যুবকের বিধবা বৌদির অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল৷ যা গ্রামবাসীরা টের পেয়ে যায়৷ এই অবস্থায় মেয়েটির দেওরকে বলি করে দেয় গ্রামবাসীরা৷ গ্রামবাসীরা তাঁকেই জোর করে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

মন্দিরে বিয়ে হয়৷ তারপর সেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে৷ এরমধ্যে দেখা যাচ্ছে ছেলেটি কাকুতি মিনতি করে কান্নাকাটি করছে৷  কিন্তু গ্রামীণ মহিলারা এবং পরিবারের লোকজনও তাও ছেলেটিকে নিষ্কৃতি না দিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয়৷ মোরো থানার খরপুরা গ্রামের এই ঘটনা৷ সিংহবাড়া থানার ভরবাড়া গ্রামের মন্দিরে এই বিয়ে হয়৷

বিয়ের আসল কারণ বিধবা মহিলার অবৈধ সম্পর্ক৷ মহিলার স্বামীর মৃত্যু হয়ে যাওয়ার পর পরিবারেরই অন্য এক আত্মীয়র সঙ্গে মহিলার অবৈধ সম্পর্ক স্থাপিত হয়৷ এরপর মহিলার পরিবার জোর করে ওই দেওরের সঙ্গে তাঁর বিয়ে দিয়েই ছাড়ে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Marriage, Viral Video