#নয়াদিল্লি: পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণ রেখার চুক্তি লঙ্ঙহন করেছে ৷ পাকিস্তানের মেজর জেনারেল আসিপ গফ্ফর এমনটাই অভিযোগ এনেছেন ৷ তবে ভেরাতের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪২ জন জওয়ান শহিদ হয়েছেন ৷ সেই নাশকতার দায় শিকার করে নিয়েছিল জইশ-ই-মহাম্মদ ৷ এই জঙ্গিগোষ্ঠী পাক মদতপুষ্ট বলেই পরিচিত ৷
এই সার্জিক্যাল স্টাইক থেকে যে বিষয়গুলি প্রকাশিত হয়েছে
১) কংগ্রেস সভাপতি, রাহুল গান্ধি, সুব্রমণ্যম স্বামী, অখিলেশ যাদব, শশী থারুর প্রতিক্রিয়া দিয়েছেন ৷তবে পাক মেজর জেনারেল গফুর জানিয়েছেন ২০০-৩০০ জন যে নিহত হয়েছে সেই খবর নেহাৎই ভ্রান্ত ৷
২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছেন বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী প্রমুখরা ৷
৩) সীমান্ত সংলগ্ন জেলায় নিরাপত্তা আরও কড়া করা হয়েছে ৷ হাই অ্যালার্ট জারি পঞ্জাব প্রদেশেও ৷
৪) এয়ারস্টারইকের পরে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাম মহম্মদ কুরেশিও জরুরি বৈঠকে বসেছেন ৷
৫) পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে বিদেস মন্ত্রকের পক্ষ থেকে এখনএ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
৬) ভারতীয় সেনার পক্ষ থেকে নিউজ 18-কে জানানো হয়েছে এই অপারেশনে ড্রোনও একটি অংশ ছিল ৷
৭) বালাকোটের প্রায় ৫০ কিমি দূরে সীমান্তরেখার সংল্গন এলাকায় যেখানে স্বাধীন্তার পরবর্তী সময়ে ৩টি যুদ্ধ হয়েছিল ৷
৮) এই সার্জিক্যাল স্ট্রাইকে ২০০-৩০০ জঙ্গিকে খতম করা হয়এছে ৷
৯) এই অপারেশনে ১০০০ কেজি বিস্ফোরক পেলা হয়েছিল, এবং ২১ মিনিটের অপারেশনে এই সাফল্য এসেছে ৷ এর আগে সীমান্ত অতিক্রম করে ভরাতীয় সেনা মিরাজ নিয়ে আক্রামণ করেছিল ১৯৭১ সালের যুদ্ধে ৷
১০) ভোররাতের পাকিস্তানে হামলায় পুলওয়ামার জবাব বলেই মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : #Indiastrikesback : ১২টি মিরাজের ২১ মিনিটের অপারেশনে একাধিক জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cross LoC Operation, IAF, India strikes back, Surgical Strikes 2, জঙ্গিঘাঁটি চূর্ণ-বিচূর্ণ, প্রত্যাঘাত ভারতের, হামলা ভারতীয় সেনার