#ছত্তীসগড়: ছত্তীসগড়ের বাসিন্দা গোকরণ পাতিল। জন্ম থেকেই বধির, দু’টো হাত নেই, কিন্তু প্রতিবন্ধকতা কোনওদিনই তাঁর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাঁর ভালবাসা, নেশা ছবি আঁকা... হাত নেই তো কী হয়েছে ? ভেঙে পড়েননি গোকরণ। পা দিয়ে ফুটিয়ে তুলেছেন একের পর এক তাক লাগানো শিল্পকর্ম! আইএএস অফিসার প্রিয়াঙ্কা শুক্লা গোকরণের প্রতিভার কথা ট্যুইটারে শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, পায়ের পাতায় তুলি ধরে এঁকে চলেছেন গোকরণ। যাঁরা সহজেই ভেঙে পড়েন, তাঁদের কাছে আদর্শ গোকরণ।इस वीडियो में पेंटिंग कररहे छ.ग के आर्टिस्ट श्री गौकरण पाटिल-श्रवणबाधित हैं और इनके हाथ भी नहीं हैं-फिरभी ये अपने परिश्रम से निरंतर आगे बढ़ रहे हैं!
श्री पाटिल निश्चित तौर पर उन सभी के लिए बड़ी प्रेरणा हैं जो जीवन की छोटी-छोटी समस्याओं से हार मान लेते हैं! #MondayMotivation pic.twitter.com/LN7yBN1pt3— Priyanka Shukla (@PriyankaJShukla) June 29, 2020
আঁকার পাশাপাশি গোকরণ পাতিল কম্পিউটারের প্রশিক্ষপ্রাপ্ত, ফাইন আর্টস-এ মাস্টার্স করেছেন। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানত লোকগাঁথাই ফুটে ওঠে গোকরণের ছবিতে। বহু প্রতিযোগিতায় তিনি পুরষ্কারও জিতেছেন।यदि आप में से कोई भी इनकी अनुपम कलाकृति ख़रीदने में रुचि रखता हो तो कृपया इस email ID/ इन नम्बरों पर सम्पर्क करें।kopalvani@gmail.com81090154749926905800@nexusofgood @realshooterdadi @ayushmannk @swarup58 @taapsee @TripathiiPankaj@RandeepHooda @DrKumarVishwas
— Priyanka Shukla (@PriyankaJShukla) June 29, 2020