#নয়াদিল্লি: ব্রিটেনের রাজপ্রাসাদের পর এবার ১০ ডাউনিং স্ট্রিটেও করোনা-হানা। করোনা-আক্রান্ত হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক ট্যুইটার ভিডিয়োয় নিজের করোনা-পজিটিভের খবর জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এরপরেই বরিস জনসনের সুস্থতা কামনা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Dear PM @BorisJohnson,
— Narendra Modi (@narendramodi) March 27, 2020
You’re a fighter and you will overcome this challenge as well.
Prayers for your good health and best wishes in ensuring a healthy UK. https://t.co/u8VSRqsZeC
শুক্রবার সকালে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট নিজের শারীরিক অবস্থার বার্তা দেন প্রধানমন্ত্রী জনসন। সেখানেই তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হঠাৎ করেই ভাইরাসের লক্ষণ দেখা যায় তাঁর শরীরে। তাঁর রক্তের যে নমুনা পরীক্ষা করা হয়, তাতে করোনারভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে বলে জানা যায় রিপোর্টে। একই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন যে তিনি হোম আইসোলেশনে থাকবেন আর ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কাজকর্মের পরিচালনা করবেন।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রিন্স চার্লস। ৭১ বছরের প্রিন্স অবশ্য এখন স্থিতিশীল আছেন। শুক্রবার পর্যন্ত ব্রিটেনে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫৮ জন। মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Boris Johnson, Coronavirus, Narendra Modi, United Kingdom