corona virus btn
corona virus btn
Loading

নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর রাস্তায় মিলল কয়েক কোটি ছেঁড়া নোট

নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর রাস্তায় মিলল কয়েক কোটি ছেঁড়া নোট

মোদির কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাস্তায় ছেঁড়া ও কাটা ৫০০ ও ১০০০ টাকার নোট রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে ৷

  • Share this:

#দেরাদুন: কালো টাকার লেনদেন রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার । মঙ্গলবার মাঝরাত থেকে বাতিল হয়েছে পাঁচশো এবং হাজার টাকার নোটের লেনদেন। অনেকে বলছেন দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। কালো টাকা এবং জাল নোটের বিরুদ্ধেও নজিরবিহীনভাবে অপারেশন চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাস্তায় ছেঁড়া ও কাটা ৫০০ ও ১০০০ টাকার নোট রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাটা ও ছেঁড়া নোটগুলি পুলিশ ও আরবিআইয়ের আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে ৷

জানা গিয়েছে, শহরের সবচেয়ে বড় শিল্পপতি ঘনশ্যাম খান্ডেলওয়ালের বিএল অ্যাগ্রো কারখানার সামনের রাস্তার উপর ছেঁড়া নোট পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন

অতিরিক্ত কাউন্টার খোলার পাশাপাশি অতিরিক্ত সময়ের জন্য খোলা থাকবে ব্যাঙ্ক

সূত্রের খবর, বেশ কয়েকজন ছেঁড়া নোটের স্ক্র্যাপে আগুন লাগানোর চেষ্টাও করেছে কালো টাকার সমস্ত প্রমাণ লোপাট করার জন্য ৷ কিন্তু সেখানে উপস্থিত কেউ একজন তা পুলিশকে জানিয়ে দিয়েছেন ৷ কেউ আবার সেখান থেকে কিছু নোট তুলেও নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷

জাল টাকা ছড়িয়ে দেশের অর্থনীতিতে ধাক্কা দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক কেন্দ্রের। সূত্রের খবর, কালো টাকার ৯৮ শতাংশই ১০০০ ও ৫০০ টাকার নোটে ছড়িয়ে দেওয়া হয়। একইভাবে এই দুই নোট বাতিল করে কালো অর্থনীতিতে জোর ধাক্কা কেন্দ্রের।

রাতারাতি সরকারের এই নির্দেশে যেখানে মোদির এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলা হচ্ছে ৷ সেখানেই হয়রানির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷

First published: November 9, 2016, 5:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर