#বিজয়ওয়াড়া: সফর শেষে অন্ধ্রের বিজয়ওযাড়া থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদায় নেওয়ার সময় আকাশে কালো বেলুন ছেড়ে দিয়ে বিপাকে কংগ্রেস কর্মীরা। সোমবার বিজয়ওড়ারার কাছে একটি বিমানবন্দর থেকে কপ্টারে অন্ধ্রপ্রদেশ ছাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়েই গ্যাস বেলুন আকাশে ছেড়ে দেন প্রতিবাদী কংগ্রেস কর্মীরা। তাতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করে প্রশাসন, আর সেই কারণেই গ্রেফতার।
পুলিশ জানিয়েছে, যে হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রীর কপ্টার ছাড়ে, সেখান থেকে চার কিলোমিটার দূর থেকে এই গ্যাস বেলুন আকাশে ছেড়ে দেওয়া হয়। হেলিপ্যাড ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির পাল্টা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিল সে রাজ্যের কংগ্রেস। কিন্তু, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, তাই আগে ভাগেই বিশাল এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়, সেই কারণেই হয়ত চার কিলোমিটার দূরে এই কাণ্ড ঘটিয়েছেন কংগ্রেসকর্মীরা।
আরও পড়ুন: চাকরি চুরির পর্দাফাঁস করেছেন, আজ থেকে নতুন দিন ববিতা সরকারের!
অন্ধ্র পুলিশের ডেপুটি কমিশনার কে বিজয় পাল জানিয়েছেন, সোমবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস। সেই প্রতিবাদের অংশ হিসাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিপ্যাডের থেকে চার কিলোমিটার দূরে, কংগ্রেসের নেতাকর্মীরা কালো গ্যাস বেলুন ছেড়ে দেন আকাশে। আমরা তাঁদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করি। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তবে কযেকজনকে এখনও গ্রেফতার করা বাকি আছে। ধৃতদের আদালতের সামনে পেশ করা হবে।
#WATCH | A Congress worker released black balloons moments after PM Modi's chopper took off, during his visit to Andhra Pradesh.
(Source: unverified) pic.twitter.com/ZYRlAyUcZK — ANI (@ANI) July 4, 2022
আরও পড়ুন: পদ্মা সেতুতে বিভোর? ভারতের এই দীর্ঘতম সেতু ধারেভারে অনেক এগিয়ে! জানলে চমকে উঠবেন!
পুলিশ জানিয়েছে, ধৃতরা মোদির বিরোধিতা করে কালো বেলুন দেখানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু, কড়়া নিরাপত্তা ও ২৪৪ ধারা থাকার কারণে মোদির ধারে কাছে ঘেঁসার কোনও সুযোগ ছিল না। সেই কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi