#পাটনা: বিহারে প্রকাশ্য দিবালোকে বিজেপির রাজ্য মুখ্যপাত্র অধ্যাপক আজফার শামশীকে গুলি চালানো হল। সূত্রের খবর, মুঙ্গেরের জামালপুর কলেজের সামনে ১১টা ৩০ মিনিট নাগাদ একদল আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পাটনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর বিজেপি মুখপাত্র অধ্যাপক সামসী এদিন নিজের গাড়ি চড়েই কলেজে আসেন। তাঁর ড্রাইভার মোহম্মদ আনোয়ারের দাবি, তিনি গাড়ি পার্ক করছিলেন। সেইসময়েই দুটি গুলির শব্দ পান। ছুটে এসে দেখেন অধ্যাপক সামসির দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে. রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। ছাত্ররাও ভয়ে দিশেহারা হয়ে হুলুস্থুল শুরু করে দেয়। তড়িঘড়ি তাঁকে পাটনায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত বিহার বিজেপির সদর দফতরে এদিন একটি বৈঠক চলছিল এই সময়েই। ঘটনার কথা জানতে পেরে বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জওসওয়াল বিহারের ডিজপি এসকে সিংহলের সঙ্গে কথা বলে। দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।