#দুর্গ: বিশ্বাসঘাতকতা করছিল প্রেমিকা (girlfriend’s infidelity)। বুঝতে পেরেও নিজেকে সামলাতে পারছিলেন না। দিশাহীন হয়ে আত্মঘাতী হলেন (died by suicide) বিজেপির যুবনেতা (Bharatiya Janata Yuva Morcha Leader)। সোমবার রাতে খাওয়াদাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। সকালে ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যরা তাঁর নিথর দেহ দেখতে পান। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) দুর্গে (Durg)।
আত্মঘাতী ভারতীয় জনতা যুব মোর্চার যুব শাখার নেতার নাম গোপাল সিং রাজপুর (২৮)। রাজপুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার রাতে খাওয়াদাওয়ার পরে নিজের ঘরে ঘুমাতে চলে যান গোপাল। সকালে ঘুম থেকে ওঠার সময় পেরিয়ে গেলেও ঘুম থেকে ওঠেননি। এরপর সকলে মিলে ডাকাডাকি শুরু করেন। কিন্তু তারপরেও দরজা না খোলায় সন্দেহ হয়। শেষে দরজা ভেঙে ফেলতেই তাঁর নিথর দেহ দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় মোহননগর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের (post-mortem) জন্য পাঠায়। গোপালের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানেই প্রেমিকার সঙ্গে মনোমালিন্য এবং প্রেমিকা বিশ্বাসঘাতকতা করছিলেন, তার উল্লেখ রয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতের হাতের শিরা কাটা ছিল। প্রাথমিক তদন্তে অনুমান হাতের শিরা কেটে, তারপরে আত্মঘাতী হন তিনি। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattisgarh, Suicide