• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Exit Poll: ত্রিপুরায় বিজেপির নিরঙ্কুশ জয়, কংগ্রেসের হাতছাড়া মেঘালয়

Exit Poll: ত্রিপুরায় বিজেপির নিরঙ্কুশ জয়, কংগ্রেসের হাতছাড়া মেঘালয়

Exit Poll: ত্রিপুরায় বিজেপির নিরঙ্কুশ জয়, কংগ্রেসের হাতছাড়া মেঘালয়

Exit Poll: ত্রিপুরায় বিজেপির নিরঙ্কুশ জয়, কংগ্রেসের হাতছাড়া মেঘালয়

Exit Poll: ত্রিপুরায় বিজেপির নিরঙ্কুশ জয়, কংগ্রেসের হাতছাড়া মেঘালয়

 • Share this:

   #নয়াদিল্লি: উত্তর-পূর্বেও বইতে চলেছে গেরুয়া ঝড় ৷ বিনা বাধায় নাগাল্যান্ডের সঙ্গে সঙ্গে মেঘালয় ও ত্রিপুরায় এবার ফুটবে পদ্মফুল ৷ কংগ্রেসের হাত থেকে মেঘালয় ও বামেদের দীর্ঘ কয়েক দশকের ঘাঁটি ত্রিপুরায় জনমতের ভিত্তিতে সরকার গড়তে চলেছে বিজেপি ৷ এক্সিট পোল সমীক্ষা বলছে এমনটাই ৷

  এতদিন ভারতের উত্তর-পূর্বে একটি মাত্র রাজ্যেই ছিল বিজেপি সরকার ৷ ২০১৮-এর বিধানসভা নির্বাচন ভোটদানের পালা শেষ ৷ মতদানের পর দুই বুথ ফেরত সমীক্ষার মতে উত্তর পূর্বের তিন রাজ্যেই বিপুল জয় পেতে চলেছে গেরুয়া শিবির ৷

  দুই সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা বিজেপির জয়কেই নিশ্চিত করছে ৷ ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড তিন রাজ্যেই আঞ্চলিক শক্তিগুলির সাহায্যে ক্ষমাতায় আসবে মোদি অমিত শাহের বিজেপি ৷ খতিয়ে দেখতে গেলে বিজেপির প্রচার পরিকল্পনা ও আঞ্চলিক দলগুলির সঙ্গে জোটই বদলে দেবে এই তিন রাজ্যের সরকারের ভবিষ্যত ৷

  ত্রিপুরা

  বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী ২০১৮-এর বিধানসভা নির্বাচনেই গত ২৫ বছর পুরনো বাম শাসনের অবসান হতে চলেছে ত্রিপুরায় ৷ অ্যাক্সিস পোল জানাচ্ছে, মাণিক ছেড়ে মোদির হিরে-কেই সমর্থন জানিয়েছে ত্রিপুরাবাসী ৷ এই সংস্থার বুথ ফেরত সমীক্ষার মতে, বিজেপি ও তাদের শরিক দলগুলি ত্রিপুরায় ৬০ আসনের বিধানসভার মধ্যে ৪৫ থেকে ৫০ আসন নিজেদের দখলে রাখবে ৷ সেখানে ত্রিপুরার পাঁচবারের পুরনো শাসক দল অর্থাৎ মাণিক সরকারের সিপিআইএম মাত্র ৯ থেকে ১০ আসন পাবে বলে জানাচ্ছে সমীক্ষা ৷

  রাজনীতিবিদদের মতে, বিজেপির জন্য কনফিডেন্স বুস্টারের কাজ করবে ২০১৮ বিধানসভা নির্বাচন ৷ এই বিধানসভা নির্বাচন থেকেই শুরু হতে চলেছে বিজেপির উত্তর-পূর্বের জয়যাত্রা ৷ ২০১৩ বিধানসভা নির্বাচনে মাত্র ১.৫ শতাংশই ভোট পেতে সক্ষম হয়েছিল পদ্ম শিবির ৷ ২০১৪ লোকসভা নির্বাচনে সেই ভোট পার্সেন্টেজ বেড়ে দাঁড়ায় ৫.৭০ শতাংশ ৷

  মেঘালয়

  নিউজ এক্স পোল জানাচ্ছে হাত শিবিরের হাত থেকে এবার হারিয়ে যাবে মেঘালয়ের ক্ষমতা ৷ জয় পাবে এনপিপি ৷ ০ আসন থেকে দৌড় শুরু করে এই নির্বাচনে বিজেপি পেতে চলেছে ৮ থেকে ১২ টি আসন ৷ নিউজ এক্স-এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি যেখানে আসন সংখ্যা বাড়বে সেখানে কমতে চলেছে কংগ্রেসের আসন, যা হাত শিবিরের জন্য বেশ উদ্বেগের ৷ অন্যদিকে, এই রাজ্যে ক্ষমতা দখল করতে চলেছে এনপিপি ৷ ৬০ আসনের বিধানসভার ২৩-২৭ টি আসন পাবে এরাই ৷ রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এনপিপি-এর সঙ্গে বিজেপি জোট না গড়লেও, মেঘালয় কংগ্রেস বিরোধী সরকার গড়তে গেরুয়া শিবিরের দিকে বন্ধুত্বের হাত বাড়াবে এনপিপি ৷

  অতএব, নাগাল্যান্ডে আগেরবারের মতোই আঞ্চলিক দলের সঙ্গে জোট বেঁধে বিজেপি সরকারে ফিরলে উত্তর-পূর্বের তিন রাজ্যেই সরকারে প্রতিষ্ঠিত হবে বিজেপি ৷

  আগামীকাল অর্থাৎ ৩ মার্চ ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট গণনার পরই ঘোষিত হবে উত্তর-পূর্ব ভারতের রাজনীতির ভবিষ্যত রূপরেখা ৷ শেষ হাসি হাসবে কারা? বাম, বিজেপি না কংগ্রেস? বুথ ফেরত সমীক্ষাতেই শিলমোহর দেবে জনমত, নাকি ইভিএম-এ বন্দি জনগণের মত পাল্টে দেবে সব ফলাফল? অপেক্ষা আর কয়েকঘণ্টার ৷

  First published: