#দিল্লি: উপলক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন৷ আর তাকে স্মরণীয় করে রাখতেই মেগা পরিকল্পনা নিয়ে তৈরি বিজেপি৷ আগামী ১৭ সেপ্টেম্বর ৭১ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেদিন থেকেই জনসেবায় নরেন্দ্র মোদির কুড়ি বছর পূর্তি উপলক্ষে 'সেবা এবং সমর্পণ অভিযান' শুরু করতে চলেছে বিজেপি৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কুড়ি দিন ব্যাপী এই কর্মসূচিতে স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির সহ বিভিন্ন আয়োজনের বড়সড় পরিকল্পনা নিয়েছে বিজেপি৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রতিটি রাজ্যে বিজেপি-র সংগঠনকে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে দিয়েছেন৷ বিজেপি-র বিবৃতিতে জানানো হয়েছে, এই উপলক্ষে বিভিন্ন বুথ স্তর থেকে বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঁচ কোটি চিঠি পাঠাবেন৷ একই সঙ্গে জনসেবায় নিজেদের সমর্পিত করতেও চিঠিতে অঙ্গীকারবদ্ধ হবেন তাঁরা৷
এর পাশাপাশি বিনামূল্যে খাদ্য শস্য সরবরাহ এবং করোনার টিকাকরণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে হোর্ডিং লাগিয়ে প্রচারও করা হবে৷ এর পাশাপাশি প্রধানমন্ত্রী জীবনকে বর্ণনা করে বিভিন্ন প্রদর্শনী করার জন্যও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে৷ নমো অ্যাপেও ভার্চুয়ালি এই উদযাপনের বিভিন্ন মুহূর্ত দেখা যাবে৷ দলীয় বিবৃিততে জানানো হয়েছে, বিজেপি-র জনপ্রতিনিধিরা বিভিন্ন রেশন দোকানে গিয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ছোট ছোট ভিডিও রেকর্ড করবেন৷ দলের যুব মোর্চাকে রক্তদান শিবিরের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি স্বাস্থ্য শিবির, খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে৷ তবে গোটা দেশের মধ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে উত্তর প্রদেশে৷ কারণ আগামী বছর উত্তর প্রদেশে নির্বাচন৷ উত্তর প্রদেশে ৭১টি জায়গায় গঙ্গা সাফাই অভিযানে নামবেন বিজেপি কর্মীরা৷
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি৷ আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর ৭১ তম জন্মদিন উপলক্ষে যে কুড়ি দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হচ্ছে, তা ৭ অক্টোবর শেষ হবে৷ এই হিসেবেই জনসেবায় প্রধানমন্ত্রীর কুড়ি বছর পূর্তির ব্যাখ্যা করছে বিজেপি৷ জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী যত উপহার পাবেন, সেগুলি কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট pmmementos.gov.in-এ অনলাইন নিলাম করা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi