হোম /খবর /দেশ /
ফের বিতর্কে রাহুল! খাড়গে, রমেশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি

BJP Motion: ফের বিতর্কে রাহুল! খাড়গে, রমেশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি

ফের বিতর্কে রাহুল

ফের বিতর্কে রাহুল

ওই ধরনের মন্তব্য সংসদের রীতি অনুযায়ী যথেষ্ট আপত্তিজনক তা উল্লেখ করেই এবার পাল্টা পদক্ষেপ করছে বিজেপি।

  • Share this:

নয়াদিল্লি : ফের সংসদে বিপাকে কংগ্রেস। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে আর চিফ হুইপ জয়রাম রমেশ-এর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে বিজেপি। কিছুদিন আগেই আদালতের রায়ে সাংসদ পদ খুইয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। আর এবার সংসদীয় ব্যবস্থার মুখে কংগ্রেসের বর্তমান সভাপতি খাড়গে আর রাহুলের ঘনিষ্ঠ বৃত্তে থাকা জয়রাম রমেশ।

তাঁদের দুজনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন বিজেপির দুই সাংসদ। মল্লিকার্জুন খাড়গে আর জয়রাম রমেশের বিরুদ্ধে অভিযোগ তাঁরা রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়-এর বিরুদ্ধে পদের অবমাননা হয় এমন ধরনের মন্তব্য করেছেন।

সম্প্রতি ব্রিটেনে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেন রাহুল গান্ধী। যে মন্তব্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অপমানজনক বলে সরাসরি অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। রাহুল গান্ধির ওই মন্তব্যের সমালোচনা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। আর রাজ্যসভার চেয়ারম্যানের সেই বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে নামে কংগ্রেস।

আরও পড়ুন- চৈত্রের শেষে পুড়বে বাংলা ! আগামী কয়েকদিন আবহাওয়ার কী পূর্বাভাস দুই বঙ্গে, জেনে নিন

তাঁর বক্তব্যে মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দেন, রাজ্যসভার চেয়ারম্যানের পদে থাকা অবস্থায় কোনও পক্ষপাতমূলক মন্তব্য করা যায় না। ওই পদে থাকা অবস্থায় শাসক দলের সমর্থনে একতরফা অবস্থান নেওয়া অনুচিত। আর জয়রাম রমেশের বক্তব্য অবশ্য অনেক বেশি বিতর্কিত ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনি জগদীপ ধনখড়-এর ভূমিকাকে সরাসরি চিয়ারলিডার-এর সঙ্গে তুলনা করেন।

ওই ধরনের মন্তব্য সংসদের রীতি অনুযায়ী যথেষ্ট আপত্তিজনক তা উল্লেখ করেই এবার পাল্টা পদক্ষেপ করছে বিজেপি। আপাতত দুই বিজেপি সাংসদের আনা প্রস্তাব রাজ্যসভার চেয়ারম্যানের দফতরে জমা পড়েছে। এরপর সেটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হবে কি না সে ব্যাপারে জগদীপ ধনখড়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নিয়ম অনুযায়ী প্রিভিলেজ কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট সাসংদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

Published by:Swaksharsen Gupta
First published:

Tags: Rahul Gandhi