হোম /খবর /দেশ /
ক্ষমা চাইতেই হবে রাহুলকে! অন়ড় বিজেপি, সংসদও অচল

Rahul Gandhi: ক্ষমা চাইতেই হবে রাহুলকে! অন়ড় বিজেপি, সংসদও অচল

বিতর্কের কেন্দ্রে রাহুল।

বিতর্কের কেন্দ্রে রাহুল।

কংগ্রেসের রাজ্যসভার নেতা তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, " আমরা এই সবে ভয় পাই না।"

  • Share this:

নয়াদিল্লি: রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে অনড় বিজেপি। সোমবার সকালে রাহুল গান্ধির লন্ডনের বক্তব্যের নিন্দা করে বিবৃতি দেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি বলেন ভিন দেশে গিয়ে কেউ বক্তব্য রাখতেই পারেন। তবে বাক স্বাধীনতার সঙ্গে সঙ্গেই কিছু দায়িত্ববোধ ও প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ব্রিটেনে গিয়ে রাহুল গান্ধির বলেছেন ভারতের গণতন্ত্রের মৌলিক কাঠামোর উপর আঘাত আসছে।

হরদীপ সিং পুরি আরও বলেন, "তাঁকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেছেন বিজেপির মূল নীতি হল ভীরুতা। আমি জানিনা তিনি কী বোঝাতে চেয়েছেন। এই মুহূর্তে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ এবং খুব শীঘ্রই আমরা চতুর্থ স্থানে পৌঁছে যাব।"

আরও পড়ুন: 'রাহুল, বাড়ি আছো?' দরজায় দাঁড়িয়ে দিল্লি পুলিশ! বেনজির কাণ্ডে তোলপাড় দেশ

তিনি আরও বলেন, "চিনের রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রয়াসের প্রশংসা করেছেন রাহুল গান্ধি।" রাহুল গান্ধির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "তাঁর ঠাকুমা ৫০ বার ৩৫৬ ধারা প্রয়োগ করে নির্বাচিত সরকার ফেলে দিয়েছেন।" সকালে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পর সংসদে রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে ঝড় ওঠে। রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে তুমুল বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকে ট্রেজারি বেঞ্চ। যার ফলে সকাল ১১টায় সভা শুরু হতেই মুলতবি হয়ে যায় সংসদের উভয় কক্ষ।

আরও পড়ুন: 'যতদিন রাহুল, ততদিন মোদি!' কংগ্রেস নেতাকে বেনজির আক্রমণ মমতার, দলের বৈঠকে বিস্ফোরণ

দুপুর দুটোয় ফের সভা শুরু হলে দিনের মতো স্থগিত হয়ে যায় সংসদের দুই কক্ষের সভা। কংগ্রেসের রাজ্যসভার নেতা তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, " আমরা এই সবে ভয় পাই না।"  সংসদ না চলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গেছে বিরোধীরা। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশ ! 'ভারত জোড়ো যাত্রা'র সময় রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন, "মহিলারা এখনও যৌন হেনস্থার শিকার হচ্ছেন।' সেই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বাড়িতে গেল দিল্লি পুলিশ। রবিবার সকালে স্পেশ্যাল কমিশনার সাগরপ্রিত হুডার নেতৃত্বে তুঘলক রোডের বাড়িতে দিল্লি পুলিশের তদন্তকারী দল। সামাজিক মাধ্যমে ছডিয়ে পড়া রাহুল গান্ধির বক্তব্যের প্রেক্ষিতে তাঁর থেকে প্রমাণ চায় দিল্লি পুলিশ।

ভারত জোড়ো যাত্রার সময় কোনও মহিলা তাঁর কাছে যৌন হেনস্থার অভিযোগ করেছেন কিনা, তা জানতে চান তদন্তকারীরা। যদি কোনও মহিলা যৌন হেনস্থার শিকার হন, তাহলে পুলিশ তাঁকে নিরাপত্তা দেবে বলেও জানানো হয়।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Congress, Rahul Gandhi