#কলকাতা: হায়দরাবাদে দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে অর্থনৈতিক প্রস্তাবের উপর বক্তব্য পেশ করার সময় শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যের বিরুদ্ধে একাধিক 'নালিশ' করলেন। পাশাপাশি রাজ্য সরকার যেভাবে ঋণ নিচ্ছে যে প্রসঙ্গেও নেতিবাচক মন্তব্য করনে শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, রাজ্য সরকার যেভাবে ঋণ নিচ্ছে এতে রাশ টানা প্রয়োজন। না হলে ঋণের বোঝা বেড়েই যাবে, আর ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে ঋণের বিপুল বোঝা চাপবে সেই সরকারের কাঁধে। তাই ঋণের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া প্রয়োজন। এই প্রবণতা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলেও নিজের বক্তব্য পেশ করার সময় তুলে ধরেন শুভেন্দু।
আরও পড়ুন TMC|BJP : ২১শে জুলাই তৃণমূলের সভার পাল্টা মিছিল ও সভার জোড়া কর্মসূচি ঘোষণা বিজেপিরহায়দরাবাদে দুদিনের জাতীয় কর্ম সমিতির বৈঠকে প্রথম দিনই বাংলা থেকে অর্থনৈতিক প্রস্তাবের উপর বলার সুযোগ পান শুভেন্দু অধিকারী। আর তখনই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলার বিভিন্ন ইস্যুতে সরব হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন বিরোধী দলনেতা। বাঙাল মে অবকি বার ভাজপা সরকার।" - বক্তা শুভেন্দু অধিকারী। শ্রোতা নরেন্দ্র মোদি, অমিত শাহ জগতপ্রকাশ নাড্ডা।
বিজেপি সূত্রের খবর,হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রথম দিনে অর্থনৈতিক ও গরিব কল্যাণ সংকল্প প্রস্তাবে বলতে উঠে এমনটাই বলেন শুভেন্দু অধিকারী। কয়েক মিনিটের ভাষণে মোদি-শাহ-নাড্ডাদের উদ্দেশে শুভেন্দু বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে পারি, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। "অবকি বার ভাজপা সরকার" শ্লোগান এবার সত্যি হবে।
আরও পড়ুন Aditi Munshi || রাজারহাট গোপালপুরের মানুষের জন্য বিরাট সুখবর! নতুন প্রকল্প চালু করলেন বিধায়ক অদিতি মুন্সিরাজ্যে বিজেপি ক্ষমতায় আসার দাবি করার পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন এবং কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক নয়-ছয়ের অভিযোগও এদিন তোলেন বলে সূত্রের খবর। রাজ্য বিজেপির মুখাপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'উনি একদম বাস্তব কথাই বলেছেন। সরকার ধীরে ধীরে শ্রীলংকার মত অর্থনৈতিক পরিস্থিতির দিকে এগোচ্ছে'। বিরোধী দলনেতার সুরেই শমীকবাবু বলেন, ' বাংলার রাজনীতিতে পরিবারতন্ত্রের পতন ঘটিয়ে বিজেপির সরকার গড়া এখন শুধুই সময়ের অপেক্ষা'।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Suvendu Adhikary