#তিরুঅনন্তপুরম: সম্প্রতি বিজেপি-তে (BJP) যোগ দিয়েছেন 'মেট্রোম্যান' (Metroman) ই শ্রীধরণ (E Sreedharan)৷ আসন্ন কেরল বিধানসভা নির্বাচনে (Kerala Assembly Election 2021) তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করল ভারতীয় জনতা পার্টি৷ বৃহস্পতিবার এ কথা ঘোষণা করলে কেরলের বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্ররণ৷ এই ঘোষণার সঙ্গেই যাবতীয় জল্পনায় ইতি টানল গেরুয়া শিবির৷ গত ২৬ ফেব্রুয়ারি বিজেপি-তে যোগদানের সময়ই ৮৮ বছরের কিংবদন্তি ইঞ্জিনিয়ার শ্রীধরণ জানিয়ে ছিলেন যে, বিজেপি চাইলে তিনি নির্বাচনে প্রতিদ্ধন্দ্বিতা করার জন্য তৈরি আছেন৷
'Metro Man' E Sreedharan (in file photo) will be BJP's Chief Minister candidate in the upcoming #KeralaAssemblyElections2021: State BJP chief K Surendran pic.twitter.com/EgQVQ5RSQi
— ANI (@ANI) March 4, 2021
'মেট্রোম্যান' নামে খ্যাত শ্রীধরণ আগে এও জানান যে, বৃহস্পতিবার অর্থাৎ আজই তাঁর দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ওরফে ডিআমআরসি-তে (DMRC) শেষ দিন৷ পদত্যাগ করার পরেই শ্রীধরণ মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দেবেন৷ যে চেনা উর্দিতে তাঁকে গত ২৪ বছর দেখা গিয়েছে, ডিআমআরসি-র সেই পোশাক তিনি আর গায়ে চাপাবেন না৷ তবে যেহেতু কেরল সরকার তাঁকে পালারিভাত্তম উড়ালপুলের মুখ্য পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে, সেহেতু তিনি এই প্রকল্পের দেখভাল করবেন৷ এই প্রসঙ্গে শ্রীধরণ বলেন, "আমি বিধায়ক কিংবা যে কোনও পদেই আসি না কেন, যেহেতু এই উড়ালপুলের শেষ পর্যায়ের পরিদর্শনের কাজ চলছে, আমি অবশ্যই তা দেখব৷"
আসন্ন নির্বাচনে কেরলের বাম দূর্গ ভাঙতে মরিয়া পদ্ম শিবির। বামেদের মাটি ধরাতে শ্রীধরণের মতো অভিজ্ঞ ও অত্যন্ত জনপ্রিয় মুখ খুঁজছিল বিজেপি৷ তাঁকে পাওয়ায় দল এখন আরও চাঙ্গা৷ পরিবর্তনের দাবি জানিয়ে শ্রীধরণ বলেছেন যে, কেরলে এলডিএফ ও ইউডিএফ ব্যত্তিগত পছন্দ নিয়ে রাজনীতি করছে বলেই সাধারণ মানুষের স্বার্থ সেখানে উপেক্ষিত৷ তাঁর মতে গেরুয়া ব্রিগেডই পারে বদল আনতে৷ তিনি বিজেপি-তে নিজের অভিজ্ঞতাকেই কাজে লাগাবেন বলে জানিয়েছেন৷