#বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে হিন্দুস্তান এয়ারোনটিক'স লিমিটেড (Hindustan Aeronautics Limited) ওরফে হ্যালের 'এয়ার ইন্ডিয়া শো' চলছে৷ বৃহস্পতিবার বিজেপি-র তরণ সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya) লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের (LCA-Tejas) উড়ান নিলেন৷ সেই ছবি ট্যুইট করেছে সংবাদসংস্থা এএনআই৷
আকাশে চক্কর কাটার পর তিনি বললেন, "এলসিএ তেজস আত্মনির্ভর ভারতের প্রতীক৷ দেশের বৈজ্ঞানিক উৎকর্ষতা এবং দক্ষতার নিদর্শন এই জেতস৷ আমি আজ অত্যন্ত খুশি হয়েছি তেজসের মতো অসাধারণ একটি যুদ্ধবিমানে ওড়ার সুযোগ পেয়ে৷ ভারতকে বেঙ্গালুরুর উপহার এলসিএ তেজস৷"
Karnataka: Bharatiya Janata Party (BJP) MP Tejasvi Surya takes a sortie on LCA Tejas aircraft at Aero India show in Bengaluru. pic.twitter.com/B73TCHqWvM
— ANI (@ANI) February 4, 2021
The LCA Tejas is a symbol of Atmanirbhar Bharat. It is a beacon of scientific excellence and capabilities of India. I am extremely delighted today that I got an opportunity to fly in this wonderful fighter jet. LCA Tejas is Bengaluru's gift to India: BJP MP Tejasvi Surya pic.twitter.com/BmruWNlAPM
— ANI (@ANI) February 4, 2021
গত ১৩ জানুয়ারি মাসেই নরেন্দ্র মোদির (Naremdra Modi) সুরক্ষা সম্পর্কিত কেন্দ্রীয় মন্ত্রিসভা বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (The Cabinet Committee on Security,CCS) ৮৩টি এলসিএ তেজস কেনার অনুমোদন দেয়৷ হ্যাল থেকে তেজস মার্ক ওয়ান সংস্করণের (Tejas Mk-1A variants) যুদ্ববিমানগুলি কিনতে কেন্দ্রের খরচ হবে ৪৮০০০ কোটি টাকা৷ এদিন আনুষ্ঠানিক ভাবে এই চুক্তিতে সিলমোহর পড়ল৷ একই সঙ্গে দেশীয় সামরিক বিমান সেক্টরে সবচেয়ে বড় অঙ্কের চুক্তির ইতিহাসও লেখা হল৷
হ্যাল সিএমডি আর মাধবন এদিন জানান, "চুক্তি অনুযায়ীয় আমরা আজ থেকে ৩৬ মাসের মধ্যে এলসিএ তেজস তুলে দেব৷ ২০২৪ সালের মার্চের মধ্যেই প্রথম ডেলিভারি হয়ে যাবে৷ প্রথম বছরে, দু'টি বিমানের ডেলিভারি নিয়ে ১৬টি বিমান পৌঁছে দেব৷ প্রথমটি দেওয়ার ৬ বছরের মধ্যে বাকিগুলো আমরা তুলে দিতে পারব৷"