#নয়াদিল্লি: আগুনে ঝলসে মৃত্যু হল বর্ষীয়ান বিজেপি সাংসদ ঋতা বহুগুনা জোশীর নাতনির ৷ বন্ধুদের সঙ্গে প্রদীপ জ্বালাতে গিয়ে আগুন লেগে যায় ৬ বছরের নাতনি কিয়ার গায়ে ৷ আরও একটি সূত্রে খবর, প্রদীপ নয়, বাজি থেকে আগুন লাগে ৷ কিয়ার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ সোমবার গভীর রাতে মারা যায় বহুগুনা জোশীর নাতনি ৷
সাংসদ ঋতা বহুগুনা জোশী এবং তাঁর স্বামী দীপাবলি উপলক্ষে গিয়েছিলেন প্রয়াগরাজে ৷ কিয়ার মামার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে ৷ দুপুরে বাড়ির ছাদে বন্ধুদের সঙ্গে খেলছিল সে বলে জানা গিয়েছে ৷ আচমকা বাজির থেকে তার গায়ে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে ৷ সবাই মিলে এসে আগুন নেভানোর আগেই শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছিল শিশুটির ৷
এরপর একটি বেসরকারি হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও কথা বলেন ঋতা ৷ দিল্লিতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পরিবারের ৷ কিন্তু তার আগেই মৃ্ত্যু হয় শিশুটির ৷ কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছিল কিয়া ৷ কিন্তু তারপরেই এই মর্মান্তিক মৃত্যুর খবর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Rita Bahuguna Joshi