#নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমর্থনে সংসদে বক্তব্যের জেরে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেছিলেন লাদাখের (Ladakh) বিজেপি সাংসদ জামায়াং তাসেরিং নামগিয়াল(Jamyang Tsering Namgyal)। এবার সেই সাংসদকেই দেখা গেল দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাচতে । সংসদে বক্তব্যের পর থেকেই রাজনৈতিক চর্চার কেন্দ্রে রয়েছেন নামগিয়াল । এবার সংবাদ সংস্থা ANI থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে তাঁর নৃত্য পারদর্শীতা ।
সানগ্লাস ও লাদাখের ট্র্যাডিশনাল পোশাক 'গাউচা' পরে নাচতে দেখা গিয়েছে তাঁকে । এমনকী অন্যদেরও রীতিমত নেতৃত্ব দিয়েছেন তিনি ।
দেখুন সেই ভিডিও...
লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার সিদ্ধান্তকে সমর্থন করেও সংসদে বক্তব্য রেখেছিলেন তিনি । তাঁর এই সাংসদীয় বক্তব্যই তাঁকে রাজনৈতিক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় ।#WATCH BJP MP from Ladakh, Jamyang Tsering Namgyal (in front) dances while celebrating 73rd #IndiaIndependenceDay, in Leh. pic.twitter.com/KkcNoarPPB
— ANI (@ANI) August 15, 2019
My young friend, Jamyang Tsering Namgyal who is @MPLadakh delivered an outstanding speech in the Lok Sabha while discussing key bills on J&K. He coherently presents the aspirations of our sisters and brothers from Ladakh. It is a must hear! https://t.co/XN8dGcTwx6 — Narendra Modi (@narendramodi) August 6, 2019নামগিয়ালের বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা কুড়িয়েছে । কেন্দ্রীয় মন্ত্রীরাও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।