Home /News /national /
ফের বিতর্কে বিজেপি সাংসদ ! সংখ্যালঘু যুবকের গলা কাটার হুমকি নেতার

ফের বিতর্কে বিজেপি সাংসদ ! সংখ্যালঘু যুবকের গলা কাটার হুমকি নেতার

সোয়ম বাপু রাও ৷ ফাইল ছবি ৷

সোয়ম বাপু রাও ৷ ফাইল ছবি ৷

সোয়ম বাপু রাওকে তাঁর বিতর্কিত বয়ানের জন্য ক্ষমা চাইতে বলেছেন কংগ্রেসের জেলা সভাধিপতি

 • Share this:

  #আদিলাবাদ: বিজেপি সাংসদের অসংলগ্ন কথায় ফের হইচই পড়েছে ৷ তিনি মুসলিম যুবকদের গলা কাটার হুমকি দিয়েছেন ৷ তাঁর অভিযোগ এক মুলসিম যুবক আদাবাসী মহিলার উপরে উৎপীড়ন করছিল ঠিক সেই সময়ে ৷ সেই সময়ে হায়দরাবাদের আদিলাবাদের সাংসদ সোয়ম বাপু রাও হুমকি দিয়েছেন ৷ মুলসিম যুবকের গলা কেটে ফেলার নিদান দিয়েছেন তিনি ওই বিজেপি সাংসদের বিরুদ্ধে তানায় মামলা দায়ের করা হয়েছে ৷

  কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলার সভাধিপতি সাদিজ খানও বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন ৷ সাজিদ খান সোয়ম বাপু রাওকে তাঁর বিতর্কিত বয়ানের জন্য ক্ষমা চাইতে বলেছেন ৷ প্রসঙ্গত এই বছরেই বাপু রাও বিজেপিতে যোগ দিয়েছেন এর আগে ২০০৪ সালে তিনি টিআরএসের টিকিটে জয়ী হয়েছিলেন ৷ ২০১৮ সালে বিধানসভা ভোটে হেরে গিয়েছিলেন ৷

  তারপরে তিনি কংগ্রেসের কাছে লোকসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট চেয়েছিলেন ৷ কংগ্রেস আদিলাবাদ থেকে অন্য প্রার্থীকে মনোনীত করেছিল ৷ এরপরেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ আদিলাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন ৷ তিনি অভিযোগ তুলেছেন তেলঙ্গানায় ক্রমাগত বিজেপি নেতারা হিংসার স্বীকার হচ্ছেন ৷

  First published:

  Tags: BJP MP, Slay down throat, Young Man, আদিলাবাদ, তেলঙ্গানা, বিজেপি সাংসদ

  পরবর্তী খবর