Home /News /national /
JNU-র নাম পাল্টে মোদির নাম অনুসারে MNU হওয়া উচিৎ, দাবি জনপ্রিয় গায়ক ও বিজেপি সাংসদের

JNU-র নাম পাল্টে মোদির নাম অনুসারে MNU হওয়া উচিৎ, দাবি জনপ্রিয় গায়ক ও বিজেপি সাংসদের

JNU to MNU, Photo Collected

JNU to MNU, Photo Collected

জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ৷

 • Share this:

  #নয়াদিল্লি:  দেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যা অবদান, তাতে দিল্লির প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় JNU-র নাম পাল্টে MNU হওয়া উচিৎ৷ এমনই দাবি করেছেন বিজেপির এক সাংসদ যিনি জনপ্রিয় গায়কও বটে৷ মোদির নাম অনুযায়ী দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হোক,JNU-তে উপস্থিত হয়েই দাবি তুললেন তিনি৷ আর তাতেই শুরু হল জোরদার চর্চা৷

  জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পঞ্জাবি গায়ক হনস রাজ হনস৷ দেশের জন্য জওয়ানদের অবদান নিয়ে এক বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন হনস রাজ৷ তখনও উঠে আসে ৩৭০-র কথা৷ সেখানে তিনি বলেন যে মোদি সরকার যা করেছে তাতে শান্তি ফিরবে৷ তিনি বলেন যে আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিলেন যার ফল আমাদের ভুগতে হয়েছে৷ এই বলতে গিয়েই তিনি বলেন যে মোদিজির জন্যই এই সমস্যা থেকে মুক্তি মিলেছে৷ তিনি বলেন যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অর্থাৎ মোদি থাকলেই সব সম্ভব৷

  আরও পড়ুন বৃষ্টি তো রয়েছে, সঙ্গে অমিল বাস, প্রচুর দাম হাঁকাচ্ছে অ্যাপক্যাব, হয়রানি আম জনতার, দেখুন

  মোদির প্রসংশা করতে গিয়ে তিনি বলেন যে মোদি দেশের জন্য এত কাজ যখন করছেন তখন তাঁরও কিছু প্রাপ্য৷ সেই জন্যই দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের নাম মোদির নামে নামকরণ করে তাঁর স্মরণীয় করে রাখতে হবে৷ এইভাবে নিজের দলনেতা ও দেশের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানালেন হানস৷ তবে তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে৷

  First published:

  Tags: BJP MP, JNU, Narendra Modi

  পরবর্তী খবর